চিকিৎসক আশুতোষ হালদার প্রয়াত

বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : দরগাকোনা চা-বাগানের চিকিৎসক তথা সমাজসেবক আশুতোষ হালদার প্রয়াত হলেন। তিনি বিজেপি নেতা আশিস হালদারের পিতৃ দেবতা। বুধবার সন্ধ্যা ৬-৪০ মিনিটে ডাঃ হালদার আইরংমারাস্থিত বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। তিনি চাকরি জীবন থেকে ২০০৫ সালে অবসর গ্রহণ করেন। প্রয়াত আশুতোষ হালদার দরগাকোনা বাগান তথা বৃহত্তর চাতলা এলাকায় ডাক্তারবাবু হিসেবে পরিচিত ছিলেন।

তিনি রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, নাতিনাতনি সহ গুণমুগ্ধদের। তাঁর মৃত্যুতে পরিচিতি মহলে শোকের ছায়া নেমে আসে।

চিকিৎসক আশুতোষ হালদার প্রয়াত

Author

Spread the News