শিলচরে নবরাত্রিতে ডান্ডিয়া নাইট, আসছেন ডিজে বনিতা

শিলচরে নবরাত্রিতে ডান্ডিয়া নাইট, আসছেন ডিজে বনিতা

বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : প্রতি বছরের মত এবারেও নবরাত্রি উপলক্ষে বিশাল ডান্ডিয়া নাইটের আয়োজন করেছে শিলচরের মহারাজা অগ্রসেন চেরিটেবল ট্রাস্ট। শিলচর সার্কিট হাউস রোডের আশীর্বাদ বিবাহ ভবনে রবিবার সন্ধ্যায় ওই ডান্ডিয়ার আসর বসছে। আসছেন গুয়াহাটির স্বনামধন্য ডিজে বনিতা (নাহা)। গত বছরেও তাদের ওই সন্ধায় দর্শকদের বিনোদন ডালি মেলে ধরেছিলেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে ওই ডান্ডিয়া নাইটের কথা তুলে ধরলেন ট্রাস্টের কর্মকর্তারা।

ট্রাস্টের সভাপতি রাজেন্দ্রকুমার আগরওয়াল জানান, সুদীর্ঘ একত্রিশ বছর ধরে আগারওয়াল সেবা সমিতির নামে তাঁরা সামাজিক দায়বদ্ধতা থেকে সেবা কার্য চালিয়ে আসছিলেন। ১৫ বছর আগে সেই সমিতির নাম পাল্টে হয় মহারাজা অগ্রসেন চেরিটেবল ট্রাস্ট। কোভিড, বন্যা সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তারা সবার সামনে উপস্থিত হয়ে নিরবে সেবা কার্য চালিয়ে আসছেন।

শিলচরে নবরাত্রিতে ডান্ডিয়া নাইট, আসছেন ডিজে বনিতা

ট্রাস্টের সহ-সভাপতি অজয়কুমার আগরওয়াল বলেন, বৃহস্পতিবার নবরাত্র উপলক্ষে তারা পূজার্চনা করার পাশাপাশি ভক্তদের মধ্যে বিতরণ করেছেন মহাপ্রসাদ। আর নবরাত্রি উপলক্ষে আগামী রবিবার সন্ধ্যা ছয়টায় শুরু হবে ডান্ডিয়া নাইট। ওই সন্ধায় গরবা নৃত্যে হাজার থেকে ১২০০ জন অংশ নেওয়ার ব্যবস্থা রয়েছে। যেখানে ড্রেস কোড হবে ট্রেডিশনাল। আর  আয়োজকদের পক্ষ থেকে গরবা নৃত্যের জন্য স্টিক সরবরাহ করা হবে।

শিলচরে নবরাত্রিতে ডান্ডিয়া নাইট, আসছেন ডিজে বনিতা

উল্লেখ্য, রাজা রামের পুত্র কুশের ৩৪ তম বংশধর হচ্ছেন মহারাজা অগ্রসেন। আর আগারওয়ালরা হচ্ছেন মহারাজা অগ্রসেনের বংশধর। আর মহারাজা অগ্রসনের জন্মদিন আজ অর্থাৎ নবরত্রের প্রথম দিন। এই উপলক্ষে আজ মন্দিরে পুজো দিয়ে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

Author

Spread the News