বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন এবিভিপির পাথারকান্দিতে

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করলেন এবিভিপির পাথারকান্দির বিভিন্ন শাখার কর্মকর্তারা। দীপাবলি দিন রবিবার সন্ধ্যা করিমগঞ্জ জেলার পাথারকান্দির ভারত-বাংলা সীমান্তের লাঠিটিলায় থাকা সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ ক্যাম্পের জওয়ানদের সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পাথারকান্দি চান্দখিরা ও শিবেরগুল শাখার উদ্যোগে দীপাবলি উৎসব উদযাপন করা হয়। এদিনের এই উৎসবে উপস্থিত ছিলেন মহারাষ্ট্র থেকে আগত এবিভিপির সিল প্রতিনিধি ভাগ্যেস গায়কোয়াড় এবং করিমগঞ্জের জেলা সংগঠন মন্ত্রী ভাস্কর সরকার, সুরজকুমার কানু, নমিতা গোয়ালা, রাজেন্দ্র ভরদ্বাজ, সায়ন দেব, সম্রাট দাসপুরকায়স্থ, বিভাস রাজকুমার, সুজয় পাল, প্রদীপ দেবনাথ, দীপক বর্ধন, অমিত পাল, অনিকেত নাথ প্রমুখ।

বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন এবিভিপির পাথারকান্দিতে

উল্লেখ্য, বিদ্যার্থী পরিষদের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে করিমগঞ্জ জেলায় এবিভিপির সিল প্রতিনিধি বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে এদিন এবিভিপির সদস্যরা দেশের সীমান্তে পাহারায় নিয়োজিত জওয়ানদের সঙ্গে নিয়ে দীপাবলি পালন করেন। এদিন আলোর বাহারে সাজিয়ে তোলা হয় পুরো লাঠিটিলা বিএসএফ ক্যাম্প। তারা বলেন, নিজেদের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে দেশবাসীর সেবায় ব্রতী জওয়ানদের সঙ্গে দীপাবলি উৎসব উদযাপন করে অত্যন্ত আনন্দিত বিদ্যার্থী পরিষদ।এদিন তাঁরা পরস্পরকে মিষ্টিমুখও করন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News