রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে নিবেদিতা নারী সংস্থায় দীপাবলি উদযাপন

বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : আলোয় ভরা দীপাবলি ও  কালীপূজার আনন্দের এই মৌসুমে এক হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী থাকল মেহেরপুরের নিবেদিতা নারী সংস্থা। রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে রবিবার সেখানে অনুষ্ঠিত হয় এক বিশেষ উৎসব উদযাপন অনুষ্ঠান, যেখানে সমাজের মূলস্রোত থেকে বিচ্ছিন্ন হলেও এই হোমের আবাসিক তরুণীরা ভাগ করে নিল উৎসবের আনন্দ ও ভালোবাসা।

ক্লাবের সভাপতি রোটারিয়ান ডাঃ রজত দেব-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের পক্ষে রোটারিয়ান ডাঃ রোহন বিশ্বাস, রোটারিয়ান সুহাষ ধর, রোটারিয়ান রোহন যাদব, রোটারিয়ান বিশ্বদীপ ঘোষ, রোটারিয়ান প্রকাশ পুগলিয়া, এবং রোটারি আরসিসি যুব দর্পণ-এর সম্পাদক দিলু দাস।

অনুষ্ঠানে আবাসিক তরুণীদের হাতে নতুন জামা, মিষ্টি, চিপস ও বিভিন্ন উপহার তুলে দেন রোটারিয়ানরা। সন্ধ্যায় দীপাবলির আনন্দ ভাগাভাগি করতে হোমের প্রাঙ্গণে আতশবাজি ও দীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়। শিশু ও তরুণীদের মুখে ফুটে ওঠে সত্যিকারের আনন্দ ও উচ্ছ্বাসের হাসি।

সভাপতি ডাঃ রজত দেব বলেন, “আমরা বিশ্বাস করি উৎসবের আনন্দ তখনই পূর্ণ হয়, যখন সেটি ভাগ করে নেওয়া যায়। সমাজের যেসব শিশু ও তরুণী অভিভাবকহীন অবস্থায় জীবন কাটাচ্ছে, তাদের মুখে হাসি ফোটানোই আজকের এই অনুষ্ঠানের আসল উদ্দেশ্য।”

রোটারিয়ান সুহাষ ধর আরও যোগ করেন,“এরা আমাদের সমাজেরই অংশ। তাদের পাশে দাঁড়ানো মানে মানবিকতার পাশে দাঁড়ানো। দীপাবলির এই আলোকমালায় আমরা চাই, তাদের জীবনেও আলো ছড়িয়ে পড়ুক।”

নিবেদিতা নারী সংস্থার আবাসিক তরুণীরা রোটারি ক্লাবের সদস্যদের হাতে পাওয়া উপহার ও ভালোবাসায় আপ্লুত হয়। তারা জানান, এই দিনটি তাদের জীবনের এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। “উৎসব শুধু প্রদীপের আলোয় নয়, হাসি আর ভালোবাসার উষ্ণতায়ও জ্বলে ওঠে মানবতার দীপ।”

Spread the News
error: Content is protected !!