জাতীয় র্যাঙ্কিংয়ে খেতাবের হ্যাটট্রিক দিবিজার
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : এবার অনূর্ধ্ব১১ জাতীয় র্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন শিলচরের উঠতি প্যাডলার দিবিজা পাল। গোয়ায় চলতি ইউটিটি ন্যাশনাল র্যাঙ্কিং আসরে দিবিজা মেয়েদের অনূর্ধ্ব ১১ বিভাগের ফাইনালে পরাজিত করেন মহারাষ্ট্রের আদ্যা বাহেটিকে। ৩-১ গেমের ব্যবধানে। স্কোর ৫-১১, ১১-৯, ১১-৮, ১১-২। এর আগে সেমিফাইনালে বাংলার অক্ষিতা মাহাতোকে ৩-১ গেমের ব্যবধানে পরাজিত করেন দিবিজা। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ছিল উত্তরপ্রদেশের পাহেল গুপ্তা। সেই ম্যাচটা ৩-০ গেমে জিতে নেন দিবিজা।
এনিয়ে টানা তিনটি জাতীয় র্যাঙ্কিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন শিলচরের এই খুদে প্যাডলার। এই সাফল্যের জন্য দিবিজাকে অভিনন্দন জানিয়েছেন শিলচর ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য প্রমুখ।

