স্বাস্থ্য কর্মীদের কাজের প্রতি উৎসাহিত করতে ময়দানে জেলাশাসক রোহন কুমার ঝাঁ

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : স্বাস্থ্যকর্মীদের তাদের কাজের প্রতি উৎসাহিত করতে ব্লক স্তরের সভায় উপস্থিত হয়ে বলতে গেলে ময়দানে নেমে  গেলেন জেলাশাসক রোহন কুমার ঝাঁ। এজন্য জেলার উধারবন্দ ও বড়খলা স্বাস্থ্যখন্ডে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় নিজে উপস্থিত হয়ে বিভিন্ন স্তরের কর্মীদের নিজ হাতে সংবর্ধিত করেন এবং নিজেদের কাজের প্রতি মনোনিবেশ করতে আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান। এদিন তিনি শিশুদের ১০০ শতাংশ টিকাকরণের উপরেই বেশি গুরুত্ব আরোপ করেন। কোন শিশুই যাতে নিয়মিত টিকাকরণের আওতা থেকে ছাড় না পায়, সেটি সুনিশ্চিত করতে খন্ড স্বাস্ব্য আধিকারিকদের নির্দেশ দেন। উপস্বাস্থ্য কেন্দ্রগুলির এএনএম-রা যথাযথ যেন নিজের কাজ করেন, তা পর্যবেক্ষণ করার নির্দেশ দেন। পাশাপাশি গুরুত্ব আরোপ করেন গর্ভবতী মহিলাদের গর্ভধারণের পরই রেজিস্ট্রেশন করানো এবং তাদের সময়ের সময়ে স্বাস্থ্য পরীক্ষা যেন সুনিশ্চিত করা হয়। এমনকি প্রসবোত্তর মায়ের স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করতে কর্মীদের আরো সজাগ হওয়ার নির্দেশ দেন।

শিশুর ঠিকাকরণ ও গর্ভবতী মা ও শিশুর চিকিৎসা সুনিশ্চিত করার নির্দেশ____

বিশেষ করে জেলায় মা ও শিশু মৃত্যুর হার ঠেকাতে এবারে তিনি সরাসরি ব্লক স্তরের সভায় ব্যতিক্রম ভাবে উপস্থিত হয়ে কর্মীদের কাজের প্রতি মনোনিবেশ করার উপদেশ দেন। এছাড়া জেলায় অসংক্রমিত (এনসিডি) রোগ সনাক্তকরণ প্রক্রিয়া এবং এর চিকিৎসা বিষয়েও জেলার স্বাস্থ্য এবং কল্যাণ কেন্দ্র (এইচ ডব্লু সি) -তে নিয়োজিত কমিউনিটি হেলথ অফিসার (সিএইচও), এ এন এম এবং এমপি ডব্লু-রা যেন মনযোগ দেন সে বিষয়ে গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। জেলার যুগ্ম স্বাস্থ্য আধিকারিক ডাঃ আশুতোষ বর্মন, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ পি কে রায়, মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিডি) ডাঃ এম আই বড়ভূঁইয়া, ডিস্ট্রিক টিবি অফিসার ডাঃ রত্না চক্রবর্তী, জেলা এন এইচ এম-এর কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ, ডিসিএম উজ্জ্বল দাস প্রমুখদের সঙ্গে নিয়ে জেলা শাসক এও বলেন, গত দুই বছরের অতিমারি করোনার সময়ে স্বাস্থ্য কর্মীরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এজন্য তিনি বিভাগীয় কর্মী আধিকারিক থেকে ফ্রন্ট লাইন ওয়ার্কারদের কাজের প্রশংসাও করেন। কেবলমাত্র তা-ই  নয়, স্বাস্থ্য বিভাগের যেসব কর্মসূচি অতি সূচারুভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারজন্যও ঢালাও প্রশংসা করেন।

সভা দুটিতে স্বাস্থ্য বিষয় সম্পর্কিত নানা ইস্যু এবং কাজের খতিয়ান বিষয়ে পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন খণ্ড স্বাস্থ্য আধিকারিক ডাঃ অরুপ কুমার পাটোয়া, ভারপ্রাপ্ত খণ্ড স্বাস্থ্য আধিকারিক ডাঃ মানষ নাথ, এন এইচ এম-এর ব্লক প্রবন্ধক, বিসিএম, বিসিও, এএনএম, এমবিডব্লিউ, আশা সুপারভাইজার সহ ব্লক স্তরের সকল কর্মীরা।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News