কর্মীদের আন্দোলনে অচল জেলা কমিশনার কার্যালয়
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জেলা প্রশাসনিক কর্মচারী সংস্থার অসহযোগ আন্দোলনের দরুন বুধবার কাছাড়ে জেলা কমিশনারের কার্যালয়ে কোনও কাজকর্ম হয়নি। ইউনিয়নের মাজুলি শাখার সভাপতিকে মাজুলি থেকে যোরহাটে বদলি করা হয়েছে। এই বদলি নিয়ম বহির্ভূত বলে সারা রাজ্য জুড়ে বুধবার থেকে অনির্দিষ্টকালীন অসহযোগ আন্দোলন শুরু করেছেন প্রশাসনিক কর্মীরা।
ইউনিয়নের কাছাড় শাখার সাধারণ সম্পাদক বিকাশ দত্ত জানিয়েছেন, আন্দোলন চললেও আগামী ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবসে যারা এসব কাজের সঙ্গে জড়িত রয়েছেন তারা কাজ করবেন। এছাড়া ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন যারা এই দিবস উদযাপনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত কাজ করবেন তারা।