জেলা ভিত্তিক যুব সম্মেলন সিপাহীজলায়
বরাক তরঙ্গ, ৩০ জুন : রামকৃষ্ণ মিশন বিবেকনগর ও বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের যৌথ উদ্যোগে রবিবার ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে জেলা ভিত্তিক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। শচীন দেববর্মন সাংস্কৃতিক কলাক্ষেত্রে এদিন সকাল সাড়ে নয়টা থেকে অনুষ্ঠানের শুরু হয়। এতে উপস্থিত ছিলেন স্বামী শুভকরানন্দজি মহারাজ অধ্যক্ষ বিবেকনগর মঠ ও মিশন ত্রিপুরা।
এছাড়া উপস্থিত ছিলেন স্বামী সুনিশ্চিতানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন বিবেক নগর আগরতলা সহ স্বামী বুদ্ধিরূপানন্দ মহারাজ, উপাধ্যক্ষ বিবেক নগর আগরতলা। যুব সম্মেলনে ব্যক্তিত্বের বিকাশ সহ যুব সম্প্রদায়কে কিভাবে সমৃদ্ধ হতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়।
যুব সম্মেলনে গোমতী এবং সিপাহীজলা জেলার মোট ২০৬ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। ভাবগম্বীর পরিবেশে আজ যুব সম্মেলনে ব্যক্তিত্বের বিকাশ নিয়ে মহারাজা আলোচনা করেন।