জেলা ও মণ্ডল এসসি মোর্চার কমিটি ঘোষণা
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : বিজেপির কাছাড় জেলা এবং মণ্ডল এসসি মোর্চার কমিটি ঘোষণা করা হয় বৃহস্পতিবার। কাছাড় জেলা এসসি মোর্চার সভাপতি নিযুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য। সহ-সভাপতি পদে নিযুক্ত হয়েছেন অমলেন্দু লস্কর, অমলেন্দু রায়, বাবলু কেওট, শিল্পী দাস, সরস্বতী রবিদাস, আইনজীবী ভাস্করজ্যোতি দাস। সাধারণ সম্পাদক পদে রয়েছেন সমীরণ ফুলমালি এবং নিলেন্দু দাস। কোষাধ্যক্ষ পদে বিমল দাস।
ছয় জন সম্পাদকের মধ্যে রয়েছেন রুমারানি দাস, সুদীপ বিশ্বাস, সত্যব্রত নমশুদ্র, কৃপাসিন্ধু দাস, অরবিন্দু দাস এবং অষ্টলাল চৌধুরী। কোষাধ্যক্ষ পদে বিমল দাস। কার্যালয় সম্পাদক পদে জীবন অধিকারী এবং সহ সম্পাদক পদে অরুণ শুক্লবেদ্য। মিডিয়া কনেভেনার কিষাণ ভাসফর এবং কো- কনভেনার বিপ্লব দাস। সোশ্যাল মিডিয়া কনভেনার হীরক সূত্রধর, কো-কনেভেনার সুদীপ মেহেরা, আই সেলের কনভেনার কৃষ্ণেন্দু দাস এবং কো কনভেনার পিনাক দাস।
 
এদিকে, লক্ষীপুর মণ্ডল এসসি মোর্চার সভাপতি দেবাশিস রায়, রাজাবাজার মণ্ডলে সজল মালি, বিন্নাকান্দিতে সুদামা রবিদাস, উধারবন্দে জলি মালাকার, কাশীপুরে বিপ্লব মালাকার, রংপুর – মালুগ্রামে গোপাল দাস, কাটিগড়ায় শান্ত কুমার দাস, কালাইনে নীলোৎপল দাস, বদরপুর – পাঁচগ্রামে বিক্রম দাস, পশ্চিম কাটিগড়ায় পুলক দাস, বড়খলায় নবেন্দু দাস, তাপাঙে হীরালাল দাস, শ্রীকোণায় মহিতোষ দাস, চাতলায় অর্জুন দাস, নিউ শিলচরে ধনঞ্জয় মালাকার, মধ্য শহরে রানু দাস, শিলচর ব্লক মণ্ডলে তপনকুমার দাস, সোনাইয়ে সুমন দাস, রামনগরে শঙ্কর দাস, গোবিন্দপুরে রাজু দাস বড়জালেঙ্গায় বীশম্বর শুক্লবৈদ্য ধলাই- নরসিংপুরে নবেন্দু লস্কর পালঙঘাটে শঙ্কু রায়। বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহার অনুমোদনক্রমে বৃহস্পতিবার এক নির্দেশে এসসি মোর্চার জেলা পদাধিকারী এবং মণ্ডল পদাধিকারীদের নিযুক্ত করেছেন জেলা সভাপতি স্বপন শুক্লবৈদ্য।

