শ্রীভূমিতে দুর্গাপূজা নিয়ে জেলা প্রশাসনের সভা, বেশকিছু নির্দেশনা

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : শ্রীভূমি জেলায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদীর পৌরোহিত্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমির পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব, সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, প্রশাসনিক ও বিভাগীয় আধিকারিক এবং পূজা কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আয়ুক্ত সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপন করতে পূজা কমিটিকে মেনে চলার জন্য কিছু নিয়ম নীতি জানিয়ে দেন।

তিনি বিশেষ করে চারটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে জানান, পূজার দিনগুলিতে ও প্রতিমা বিসর্জনে আইন অনুসারে নির্ধারিত ১০ ডেসিবেল শব্দ মাত্রার অধিক শব্দ সৃষ্টি করে কোন অবস্থাতে ডিস্কো জকি বা ডিজে ব্যবহার করা যাবে না। এব্যাপারে তিনি বলেন, উচ্চ শব্দ মাত্রার ডিজে ব্যবহারের ফলে বয়স্ক ব্যক্তি, শিশু ও অসুস্থ ব্যক্তির অসুবিধা সৃষ্টি হচ্ছে এবং এর উপর লাগাম টানতে শ্রীভূমির সুশীল সমাজ, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা সংগঠন থেকে অনুরোধ জানানো হয়েছে। তাই তিনি এই নিয়ম মেনে চলতে আহ্বান জানান অন্যথায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি, তিনি স্বচ্ছ ভারত মিশনের গাইডলাইন অনুসারে বর্জ ব্যবস্থাপনা, ডাস্টবিন ব্যবহার করতে বলেন। পূজা কমিটিদের অবশ্যই অগ্নি নির্বাপক সরঞ্জাম মজুত রাখতে নির্দেশ দেন, এব্যাপারে অগ্নি নির্বাপক বাহিনী পূজা মণ্ডপের ব্যবস্থা আগে থেকে পরীক্ষা করবে। এতে তিনি পূজা প্রাঙ্গণে নেশা দ্রব্যের ব্যবহার ও জুয়ার আসর কোন অবস্থাতে বসানো যাবে না বলে সতর্ক করে দেন। নেশাগ্রস্ত অবস্থায় কোন ভাবেই যান বাহন না চালাতে বলেন এবং এব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন।

সভায় তিন বছরের অধিক সময় ধরে দুর্গাপূজা সম্পন্ন করা সর্বজনীন পূজা কমিটির কর্মকর্তাদের নিজ নিজ এলাকার সার্কল অফিসার কার্যালয়ে শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ জমা দিতে বলা হয়। এদিনের সভায় সিনিয়র পুলিশসুপার পূজা কমিটিদের পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে আহ্বান জানান এবং স্বেচ্ছাসেবকদের নামের তালিকা পূজার কম পক্ষে পাঁচ দিন আগে পুলিশের কাছে জমা দিতে বলেন। শহর ও যেসব পূজা মণ্ডপে ভক্তদের অধিক ভীড় জমায়েত হয় সেইসব পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে পরামর্শ দেন। বিসর্জন ঘাটে বিসর্জনের সময় প্রতিমার সাথে শুধু পাঁচ জন ভক্তকে যাওয়ার অনুমতি থাকবে বলে জানান। তিনি পূজা কমিটিদের মণ্ডপের সামনে সড়ক দুর্ঘটনার সচেতনতা সংক্রান্ত বার্তা টাঙানোর আহ্বান জানান। পূজার দিনগুলিতেও দ্বিচক্র যান চালানোর সময় অবশ্যই হেলমেট পরিধান করতে বলেন। জেলার প্রতিটি পুলিশ থানায় ও জেলা সদরে কন্ট্রোল রুম খোলা হবে এবং এর নম্বর শীঘ্রই জানানে হবে বলে পুলিশ সুপার উল্লেখ করেন। এতে আইন শৃঙ্খলা জনিত কোন পরিস্থিতির বার্তা ওই কন্ট্রোল রুমে জানানো যাবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরণের গুজব না ছড়াতেও আহ্বান জানানো হয়।

পুজোর দিনগুলিতে শ্রীভূমি শহরে ভক্তদের সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন সুনিশ্চিত করতে পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে ট্রাফিক প্ল্যান তৈরি করা হবে বলে জানানো হয়। এছাড়া পূজার দিনগুলিতে শ্রীভূমি শহরে নিয়মিত জল সরবরাহ করা, পূজার আগে শহরে বিপদজনক অবস্থানে থাকা গাছের ডাল বন বিভাগ থেকে কাটা, পূজা কমিটিদের মন্ডপে বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুৎ বিভাগে সময়মত আবেদন করার জন্যও বলা হয়। এদিনের সভায় এডিসি আনিস রসুল মজুমদার, এডিসি উদয় শঙ্কর দত্ত, এডিসি নিলোৎপল পাঠক, এডিসি অমৃত প্রভা দাস, বিএসএফ এর সহকারী কমান্ডেন্ট আর পি যাদব, শ্রীভূমির চক্র আধিকারিক জাগৃতি কালোয়ার, রামকৃষ্ণ নগরের চক্র আধিকারিক সৌভিক দত্ত, পাথারকান্দির চক্র আধিকারিক বলিন বাবা বলারি, বদরপুরের সার্কল আধিকারিক রুথি এআইজ সেলাটে, সহকারী আয়ুক্ত রূপক মজুমদার, সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা, সহকারী আয়ুক্ত রাসিকা ইসলাম, সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর, সহকারী আয়ুক্ত বিপ্লব সেংইয়াঙ্গ, বিভিন্ন বিভাগীয় প্রধান ও পূজা কমিটির কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

Spread the News
error: Content is protected !!