বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ বিএসএফের

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : বিএসএফের ১৬ নম্বর বাহিনীর উদ্যোগে করিমগঞ্জ জেলার ভারত-বাংলা সীমান্তের সাদারাশিতে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় বুধবার। এদিনের আয়োজিত অনুষ্ঠানে সিভিক অ্যাকশন প্রোগ্রামের কর্মসূচি হিসেবে সীমান্ত এলাকায় বসবাসকারী বিশেষ ভাবে  সক্ষম ব্যক্তিদের মধ্যে ১১টি ট্রাই-সাইকেল, ২০টি হুইল চেয়ার, এবং ৫টি হিয়ারিং এইড বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ১৬ নং ব্যাটালিয়ন কমাডেন্ট সঞ্জয় কুমার, ডিপুটি কমাডেন্ট অরুণ কুমার, সলিল কুমার, সহ করিমগঞ্জ অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয়শঙ্কর দেব।

বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ বিএসএফের

অনুষ্ঠানে কমাডেন্ট সঞ্জয় কুমার বলেন, বিএসএফ সর্বদা জনগণকে সাহায্য করার কাজে নিয়োজিত থাকে। তিনি এও বলেন, সীমান্তবর্তী এলাকায় প্রহরার পাশাপাশি সামাজিক কাজকর্ম ও তাদের কাছে জরুরি বলে মনে করে বিএসএফ। অসহায় জনগণকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রতি বছর এই ভাবে অনুষ্ঠান আয়োজন করে বিভিন্ন সময়ে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় বলে জানান তিনি। এবং আগামী তেও এমন কাজ অব্যাহত থাকবে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News