মসজিদে পনেরোর বেশি ফিল্টার বিতরণ শেখ ফাউন্ডেশনের

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : কুয়েত প্রবাসী শেখ আজহার উদ্দিনের উদ্যোগে প্রতিষ্ঠিত “শেখ ফাউন্ডেশন” আবারও এক প্রশংসনীয় সামাজিক উদ্যোগের নজির স্থাপন করল। প্রবাসীদের অর্থায়নে গঠিত এই ফাউন্ডেশন ইতিপূর্বে সমাজকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কৈলাশহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত বিভিন্ন মসজিদের মুসল্লিদের জন্য বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা করতে ১৫টিরও বেশি আধুনিক ফিল্টার প্রদান করা হয়।

বাবুরবাজার মসজিদের সামনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই ফিল্টারসমূহ সংশ্লিষ্ট মসজিদ কমিটিগুলির হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা আলহাজ নুরুদ্দিন শেখ, ফাউন্ডেশনের কর্মকর্তা সালাউদ্দিন শেখ, বিশিষ্ট সমাজসেবী মকবুল আলি, লিটন জামান, মওলানা আনসার আলি, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ হাফিজ জসিম উদ্দিন এবং টিলাবাজার জামে মসজিদের ইমাম আব্বাস আলি আল জলিলি।

সমাজসেবী ও বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়ে গঠিত শেখ ফাউন্ডেশন সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশুদ্ধ পানীয় জলের এই উদ্যোগ মুসল্লিদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে বিশেষ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, শেখ ফাউন্ডেশন অতীতেও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ, চিকিৎসা সহায়তা এবং শিক্ষা সহায়তার মতো বহু মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। প্রবাসীদের অর্থে পরিচালিত এই সংগঠনের কাজ সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।

Spread the News
error: Content is protected !!