ভুবন তীর্থযাত্রীদের মধ্যে খিচুড়ি ও পানীয়জল বণ্টন পাটনি পরিষদের

দেবু দাশ, আমড়াঘাট।
বরাক তরঙ্গ, ৯ মার্চ : মহা শিবরাত্রি উপলক্ষে ভুবনতীর্থে আসা তীর্থযাত্রীদের মধ্যে খিচুড়ি ও পানীয়জল বণ্টন করেছে বরাক ভ্যালি পাটনি পরিষদ। প্রতিবছরের ন্যায় এবারও ভুবনতীর্থের কৃষ্ণপুর রাস্তার পাশে বিশাল চাউনি তৈরি করে তীর্থযাত্রীদের জন্য বিশ্রামের ব্যবস্থা সহ খিচুড়ি ভোজনের ব্যবস্থা গ্রহণ করে সংস্থা। এছাড়া তীর্থযাত্রীদের মধ্যে সংস্থার পক্ষ থেকে পানীয়জল বণ্টন করা হয়।

ভুবন তীর্থযাত্রীদের মধ্যে খিচুড়ি ও পানীয়জল বণ্টন পাটনি পরিষদের

এদিকে, সহযাত্রীদের সঙ্গে বিচ্ছিন্ন হওয়া ভক্তদের সুবিধার জন্য পাটনি পরিষদের পক্ষ থেকে একটি অনুসন্ধান কেন্দ্র খোলা হয়। যার মাধ্যমে অনেক বিচ্ছিন্ন হওয়া তীর্থযাত্রীদের সহায়তা করা হয়েছে। শনিবার ভোর থেকে পানীয়জল বণ্টন ও খিচুড়ি বিতরণ শুরু হয়েছে। এদিন খিচুড়ি বণ্টনের ফাঁকে সংবাদ মাধ্যমে সঙ্গে কথা বলেন বরাক ভ্যালি পাটনি পরিষদের সভাপতি অমলেন্দু দাশ।

ভুবন তীর্থযাত্রীদের মধ্যে খিচুড়ি ও পানীয়জল বণ্টন পাটনি পরিষদের

এদিনের খিচুড়ি ও পানীয়জল বণ্টন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি সিতাংশু শেখর দাশ, সম্পাদক মহিতোষ দাশ, কোষাধ্যক্ষ প্রসেনজিৎ দাশ, সদস্য বিশ্বজিৎ দাশ, উপদেষ্ঠা ধীরেন্দ্র কুমার দাশ, সাংগঠনিক সম্পাদশ দীপক দাশ, সহ সম্পাদক নীহার দাশ, ব্রজেন্দ্রচন্দ্র দাশ, নীহাররঞ্জন দাশ প্রমুখ।

Author

Spread the News