লক্ষীপুরের বন্যা কবলিত অঞ্চলে সামগ্রী বণ্টন এমেরিক্রাস ইন্ডিয়া ফাউন্ডেশনের
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : এমেরিক্রাহ ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দেশবন্ধু ক্লাব ও লালাং ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চলতি বছরে বন্যাপীড়িত ১৭০টি পরিবারকে সামগ্রী বিতরণ করা হল। বিগত বন্যার ফলে লক্ষীপুর এলাকার বিভিন্ন গ্রামে এক বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। কেননা বন্যা চলে যাওয়ার পরের পরিস্থিতি অনেক ভয়াবহ হয়। বন্যার ফলে গৃহস্থের গৃহের অনেক আসবাবপত্র হারাতে হয়। এই ধরনের পরিস্থিতি থেকে মোকাবেলা করতে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বন্যাপীড়িত এলাকাগুলিতে এমেরিক্রাস ইন্ডিয়া ফাউন্ডেশন।
লক্ষীপুর বিধানসভা এলাকার পাবদা গ্রাম পঞ্চায়েতের আওতাধীন কাপ্তানপুর অষ্টম এবং নবম খন্ডে প্রায় ১৭০টি পরিবারকে ফ্লাড রেসপন্স কিট বিতরণ করা হয়। তিলকা চা বাগানের খেলার মাঠে। এই বিতরণী অনুষ্ঠানে এমেরিক্রাস ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এবং দেশবন্ধু ক্লাব ও লালাং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশন পয়লাপুলের ব্যবস্থাপনায় জনসাধারণের মধ্যে শৃঙ্খলাবদ্ধভাবে এই ফ্লাড রেসপন্স কিট বিতরণ করা হয়।
এতে এমেরিক্রাস ইন্ডিয়া ফাউন্ডেশনের কর্মকর্তারা এবং লালাং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশন এর সদস্যরা এই ফ্লাড রেসপন্স কিট বিতরণ করেন। এবং আগন্তুক দিনেও লক্ষীপুর বিধানসভা এলাকার বন্যা পীড়ীত অঞ্চলে এই ধরনের বিতরণী অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।