যুদ্ধ বিরতি নিয়ে বাইডেনের প্রস্তাবের আলোচনা

৩ জুন : প্যালেস্তাইন-ইজরায়েল নিয়ে
একটি সংঘর্ষ-বিরতির খসড়া প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে এই প্রস্তাব দিয়েছেন বলে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে। শনি ও রোববার সেই প্রস্তাব নিয়ে ইজরায়েল ও হামাসের সঙ্গে আলোচনা করেছে মধ্যস্থতাকারী মিশর, কাতার ও আমেরিকার প্রতিনিধিরা।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আপতচোখে বাইডেন যে প্রস্তাবটি দিয়েছেন, তা ইজরায়েলের অনুসারী। ফলে ইজরায়েলের প্রস্তাবটি নিয়ে আপত্তি থাকার কথা নয়। যদিও ইসরাইল জানিয়েছে, প্রস্তাবটির কয়েকটি শর্ত নিয়ে তাদের আপত্তি আছে। কিন্তু হোয়াইট হাউস মনে করছে, হামাস এই শর্ত মেনে নিলে ইসরাইলও তাতে সম্মত হবে।

বাইডেন বলেছেন, এই প্রস্তাবে সমস্তরকম আলোচনার রাস্তা খোলা আছে। দুই পক্ষ সমস্ত শর্ত মেনে নিলে দীর্ঘমেয়াদি সংঘর্ষ-বিরতি সম্ভব বলেই বাইডেন মনে করেন। আমেরিকার ধারণা, হামাস এই শর্ত মেনে নিলে ইজরায়েলও সম্মতি জানাবে। বিষয়টি নিয়ে সপ্তাহান্তে দুই পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়েছে মধ্যস্থতাকারীরা। ইজরায়লের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রস্তাবে যে শর্তগুলি আছে, তার অনেককিছুই ইজরায়লের পছন্দ নয়। কিন্তু তারপরেও ইজরায়েল এই প্রস্তাব মেনে নিতে প্রস্তুত কারণ, তারা দ্রুত বন্দিদের মুক্তি চায়।

Author

Spread the News