শিলচর প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবসে আলোচনাসভা ও সঙ্গীত সন্ধ্যা

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল শিলচর প্রেস ক্লাব। বৃহস্পতিবার, শিলচর প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। “বরাক উপত্যকার রাজনৈতিক নেতৃত্ব : দিল্লি-দিশপুরে গুরুত্ব রয়েছে কতটুকু?” বিষয়ের উপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি বিজয়কৃষ্ণ নাথ।

নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা কবি-সাংবাদিক অতীন দাশ, প্রান্তজ্যোতি-র প্রধান সম্পাদক নিলয় পাল, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আহ্বায়ক আদিত্য দে, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, বরাক নাগরিক সংসদের সংযোজক অধ্যাপক সুব্রত দেব, কবি কস্তুরী হোমচৌধুরী, কবি জয়ন্তী দত্ত প্রমুখ। প্রত্যেক বক্তাই নিজ নিজ অভিমত ব্যক্ত করেন।

শিলচর প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবসে আলোচনাসভা ও সঙ্গীত সন্ধ্যা

সভার শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শ্রাবণী সরকার। আলোচনাসভার পর ছিল সঙ্গীত-সন্ধ্যা। বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। ছিলেন নেহাল কুমারের নেতৃত্বে “মডার্ন মিউজিক অ্যাকাডেমি-র শিল্পীরাও।

Author

Spread the News