বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে আলোচনা ও সম্মাননা শিলচর ডিএসএ-র
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জুলাই : “সুষ্ঠু খেলায় চ্যাম্পিয়ন: সততা ও প্রভাবের সাথে প্রতিবেদন” শীর্ষক প্রতিপাদ্যে এবারে বিশ্বজুড়ে পালিত হল বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস ২০২৫। এই দিবসটি পালনে বাদ যায়নি আমাদের বরাক উপত্যকাও। শিলচরে কেন্দ্রীয়ভাবে দিবসটি উদযাপন করে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। সংস্থার তুলসীদাস বণিক স্মৃতি সভাকক্ষে এনিয়ে এদিন সকালে এক আলোচনা সভা ও স্থানীয় ক্রীড়া সাংবাদিকদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সভায় ক্রীড়ার উন্নয়নে সাংবাদিকদের অবদান ও ভূমিকা নিয়ে প্রাঞ্জল বক্তব্য রাখেন সভাপতি নিজে। তিনি এবারের ক্রীড়া সাংবাদিক দিবসের নির্দিষ্ট থিম বিষয়ে আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করেন।

ক্রীড়া সাংবাদিকরা তাদের ক্রীড়া প্রতিবেদনে স্বচ্ছতা ও ইতিবাচক মূল্যবোধ সম্পন্ন লেখনির ফলে ক্রীড়ার মান উন্নয়ন হয়। এসব লেখনির ফলে প্রকৃত যারা ক্রীড়াবিদ তারা উৎসাহিতও হন। বক্তব্যের পরিসরে তিনি বলেন, এখানকার ক্রীড়া সাংবাদিকরা অতি নগণ্য পারিতোষিকের বিনিময়ে কাজ করেন। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা খেলার মাঠে উপস্থিত হয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দ্বিজেন্দ্রলাল দাস বলেন, এখন ক্রীড়া সাংবাদিকের কাছে সংবাদ উপস্থাপন করা এক চ্যালেঞ্জের বিষয়। বিশেষ করে যারা মুদ্রণে কাজ করেন। সামাজিক গণ মাধ্যম পর্যাপ্ত হওয়াতে খেলা চলাকালীনই সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। তাই যারা মুদ্রণে কাজ করেন তাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে আড়ালে থাকা সংবাদ সংগ্রহ করতে হয়। ড্রেসিংরুমে ডু মারতে হয়। অনুষ্ঠানে ডিএসএ-র সাম্প্রতিক অচলাবস্থা নিরসনের বিষয়টি পরোক্ষে পরিস্ফুট হয়।খেলার মাঠ বন্ধ হওয়াতে খেলাধুলা যেমন বিঘ্নিত হচ্ছে, ঠিক ততটা ক্রীড়া সাংবাদিকরাও তাদের কাজে ব্যাঘাত পাচ্ছেন। অচিরেই এই অবস্থার পরিবর্তনের পক্ষে মন্তব্য করেন অনেকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত সচিব দেবাশিষ সোম জানান জিবি তাঁকে মার্চ মাস পর্যন্ত দায়িত্ব দিয়েছে। আকস্মিকভাবে এই দায়িত্ব পালন করতে গিয়ে তার অনেক ভুলভ্রান্তি হচ্ছে। তবে এই সময়ের মধ্যে এটা কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী তিনি।দেবাশিষবাবু জানান, শিলচরের ক্রীড়ার মান উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের অবদান অনেক। তিনি নিজেও এই পেশার সঙ্গে যুক্ত। রয়েছেন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস)-এর সঙ্গেও। তাই, এই বিশেষ দিনটির সঙ্গেও তাঁরও আলাদা টান রয়েছে। ফলস্বরূপ ২৬ জনের একটি তালিকা প্রস্তুত করে এই বিশেষ দিনে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করতে উদ্যোগী হন তিনি। আর এই আয়োজনে একবাক্যে শিলচর জেলা ক্রীড়া সংস্থা এগিয়ে আসে। সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন অন্যান্য কিছু ক্রীড়ামোদী জনসাধারণও। অনুষ্ঠানে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নন্দদুলাল রায়, সুজন দত্ত, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, সহসচিব ক্রীড়া মেজর অরিজিৎ গুপ্ত, বাকসের কাছার জেলা সভাপতি রতন দে প্রমুখ। অনুষ্টানে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন তারা। বক্তব্য প্রদানের পর উপস্থিত ক্রীড়া সাংবাদিকদের উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এ দিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুখেন সরকার।

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রথমবারের মতো ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে উদযাপন হয়। ১৯২৪ সালে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক চলাকালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ৭০ তম বার্ষিকীকে উপলক্ষ করে।