শিলচরেও নিযুত মইনা প্রকল্পের চেক বণ্টন দীপায়নের

শিলচরেও নিযুত মইনা প্রকল্পের চেক বণ্টন দীপায়নের

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : রাজ্যে নিযুত মইনা প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার শিলচরেও চেক বণ্টন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার কাছাড়ে ৭৮০০ জন ছাত্রীর মধ্যে নিযুত মইনা প্রকল্পের চেক বিতরণ করা হল।
এদিন ইন্ডিয়া ক্লাব স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কয়েক হাজার স্কুল কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করেন। নিযুত মইনা প্রকল্প অধীনে শিলচর শহরের ১৫টি স্কুলের ছাত্রীদের মধ্যে নিযুত মইনার প্রকল্পের চেক তুলে দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।

শিলচরেও নিযুত মইনা প্রকল্পের চেক বণ্টন দীপায়নের
ছাত্রীর হাতে চেক তুলে দিচ্ছেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিযুত মইনা প্রকল্প চালু করাশ মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানান। তিনি বলেন, কাছাড় জেলায় ৭৮০০ জন ছাত্রী ও শিলচরে ২৬০০জন ছাত্রীদের মধ্যে নিযুত মইনা প্রকল্পের চেক তুলে দেওয়া হবে। আজ তার সূচনা হল। বিধায়ক বলেন, বিজেপি সরকার মেয়েদের সাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে  এবং আগামীদিনে বিজেপি সরকার মেয়েদের আত্ম নির্ভরশীল হওয়ার জন্য আরও প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিধায়ক চক্রবর্তী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্যের ইতি টানেন।

শিলচরেও নিযুত মইনা প্রকল্পের চেক বণ্টন দীপায়নের

এদিন উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব, সঞ্জয় রায়, রাজেশ দাস, ডেভলপমেন্টের চেয়ারম্যান মঞ্জুল দেব, জিসি কলেজের অধ্যক্ষ বিভাষ দেবে, রাধামধব কলেজের অধ্যক্ষ দেবাশিস রায় সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

Author

Spread the News