রূপম সাহাকে সংবর্ধনা, গুণাবলীর প্রশংসা দীপায়নের
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় সার্কিট হাউস রোডের এক বিবাহ ভবনে নবনিযুক্ত বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা জানিয়ে এক উষ্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধ্যশহর মণ্ডল, নিউ শিলচর মণ্ডল এবং ব্লক মণ্ডলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দলীয় সদস্য ও সমর্থকদের উৎসাহী উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে কাছাড় জেলায় দলের সংগঠনিক কাঠামোকে আরও দৃঢ় করার জন্য বিজেপির ঐক্য ও প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বক্তব্যে রূপম সাহার গুণাবলীর প্রশংসা করেন এবং কাছাড় জেলায় দলের উন্নতির জন্য তার ক্ষমতার উপর আস্থা প্রকাশ করেন।
তিনি বলেন, “বিজেপিকে শক্তিশালী করতে আমাদের সকল নেতা-কর্মীদের নিরলস প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” এছাড়াও তিনি রূপম সাহার রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করেন। তিনি ৫ জানুয়ারি কাছাড় জেলা বিজেপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী দলের বিভিন্ন নীতি ও প্রকল্প নিয়েও আলোচনা করেন। রূপম সাহা তাঁর বক্তব্যে সংবর্ধনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই অঞ্চলে দলের আদর্শ ও আকাঙ্ক্ষাগুলি রক্ষার জন্য নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি দলের মধ্যে ‘বিশ্বাসঘাতক’দের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান।
দলের অন্যান্য সদস্য এবং কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহাকে অভিনন্দন জানিয়ে তার প্রচেষ্টার প্রতি তাদের সমর্থনের প্রতিশ্রুতি দেন। ব্লক মণ্ডল সভাপতি এবং সদস্যরা সদ্য কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহাকে সম্মানিত করেন।
এ দিন, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অধীনে ১১ জন উপকারভোগীর মধ্যে চেক বিতরণ করা হয়। এছাড়াও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুনম দেব ও অন্যান্যরা বিভিন্ন গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি সহযোগিতামূলক প্রচেষ্টার প্রতিশ্রুতি এবং দলের লক্ষ্য পূরণের অঙ্গীকারের মাধ্যমে সমাপ্ত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশিস সোম।
এই অনুষ্ঠানে শিলচরের টেবিল টেনিস তারকা দিবিজা পালকেও সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায়, নিত্যভূষণ দে, শ্যামলকান্তি দেব, হীরক চৌধুরী, পিকলু দাস, শশাঙ্ক শেখর ধর, দুলাল দাস, রামকৃষ্ণ সিনহা, হেমাঙ্গ শেখর দাস, প্রাণকৃষ্ণ পাল, অমিতেশ চক্রবর্তী, মিত্র রায়, মিঠুন রায় এবং আরও অনেকে।