শহরে ৩ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন কাজের উন্মোচন দীপায়নের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ মার্চ : ৩ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ের উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার শিলচর শহরের ১৫ নং ওয়ার্ডের তিনটি ড্রেন সহ ফুটপাতের, ১৭ নং ওয়ার্ডের ন্যাশনাল হাইওয়ের দুইটি ব্লক যুক্ত রাস্তার কাজ, প্রেমতলা পয়েন্টের ও বিশাল মার্কেট সংলগ্ন ড্রেন সহ ফুটপাতের, মালুগ্ৰামের চারটি ড্রেন সহ ফুটপাতের সম্পূর্ণ হওয়া কাজের আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।

বিধায়ক চক্রবর্তী বক্তব্যে বলেন, ৩ কোটি ৪২ লক্ষ টাকার ড্রেন সহ ফুটপাতের ও রাস্তার কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ গুরুত্বে শিলচরের রাস্তা, ড্রেন সহ স্কুল গুলোর পরিকাঠামোগত উন্নয়নের জন্য বিভিন্ন খাতে তহবিল প্রদান করে যাচ্ছেন। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী অশোক সিংঘলকে আন্তরিক ধন্যবাদ জানান।

শহরে ৩ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন কাজের উন্মোচন দীপায়নের

এ ছাড়া বিজেপির নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস বক্তব্যে বলেন, বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাজ করে যাচ্ছেন তা আগে কেও এমন করেননি। তিনি আশা ব্যক্ত করে বলেন, বিধায়কের নেতৃত্বে শিলচরের সার্বিক উন্নয়ন ঘটবে।

এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর পুরসভার প্রাক্তন সহসভানেত্রী তথা কাছাড় জেলা বিজেপির সহসভাপতি চামেলি পাল, কোষাধ্যক্ষ গোলাপ রায়, প্রাক্তন পুরকমিশনার মিতু শুক্লবৈদ্য, রঞ্জিত তরাত, মানবেন্দ্র দত্ত সহ অন্যান্যরা।

Author

Spread the News