ডিমা হাসাওয়ে দুষ্কৃতীর হামলায় সড়ক নির্মাণ কাজে থাকা কাছাড়ের শ্রমিকের মৃত্যু

বরাক তরঙ্গ, ২২ মাৰ্চ : ডিমা হাসাও জেলায় দুষ্কৃতকারীর হাতে সড়ক নির্মাণের কাজে থাকা কাছাড়ের এক শ্রমিকের মৃত্যু ঘটল। বৃহস্পতিবার রাতে মাইবাং এবং গুঞ্জুঙের মধ্যবর্তী নাগাডিসা গ্রামে ঘটলেও জানা যায় শনিবার। ওইদিন রাতে কাজ শেষে তাদের ক্যাম্পে ফেরার পর রাত সাড়ে দশটা নাগাদ ছয় সাতজনের এক দুষ্কৃতকারীর দল হাতে লাঠি নিয়ে শ্রমিকদের ক্যাম্পে হানা দেয়। তারা ক্যাম্পে অবস্থানকারী ছয় শ্রমিকের ওপর হামলা চালায়। সুযোগ বুঝে কোনওভাবে তিন শ্রমিক দুষ্কৃতীদের হাত থেকে পালিয়ে বাঁচলেও বাকি তিন শ্রমিককে হামলাকারীরা লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এতে তিন শ্রমিক গুরুতরভাবে আহত হয়।

ডিমা হাসাওয়ে দুষ্কৃতীর হামলায় সড়ক নির্মাণ কাজে থাকা কাছাড়ের শ্রমিকের মৃত্যু

এদিকে, তিন শ্রমিককে পিটিয়ে চলে যাওয়ার পর রাস্তার কাজে নিয়োজিত ঠিকাদার রেহান মজুমদারের ম্যানেজারকে শ্রমিকরা খবর দেন। খবর পেয়ে মাইবাং থেকে একটি গাড়ি পাঠিয়ে আহত তিন শ্রমিককে হাফলং সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাফলং সিভিল হাসপাতালে নিয়ে আসার পর আহত তিন শ্রমিকের মধ্যে কাছাড় জেলার অন্তর্গত কালাইনের  বাসিন্দা রাম বৈষ্ণব নামের শ্রমিকের মৃত্যু হয়। তাছাড়া আহত বাকি দুই শ্রমিকের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেন চিকিৎসকরা।

ডিমা হাসাওয়ে দুষ্কৃতীর হামলায় সড়ক নির্মাণ কাজে থাকা কাছাড়ের শ্রমিকের মৃত্যু
Spread the News
error: Content is protected !!