দিলু ধর মেমোরিয়াল ওপেন ইন্টারন্যাশনাল ফিডে রেটিং চেস টুর্নামেন্ট শুরু শিলচরে
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : থার্ড দিলু ধর মেমোরিয়াল ওপেন ইন্টারন্যাশনাল ফিডে রেটিং চেস টুর্নামেন্ট শুরু হল। শুক্রবার শিলচর সদরঘাট রোডের বরাক ভিউ রেসিডেন্সি হোটেলের বেনক্যুট হলে সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ও মাড়োয়ারি যুব মঞ্চ টাইটানসের সহযোগিতায় দিলু ধর মেমোরিয়াল ওপেন ইন্টারন্যাশনাল ফিডে রেটিং চেস টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টটি ২৪ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে।
এদিন টুর্নামেন্টটি প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন চেয়ারম্যান তথা মন্ত্রী কৌশিক রায়। এছাড়া সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান মূলচান্দ বৈদ, ড. বিভাস দেব, এবিসিআই ডিরেক্টর বুথমল বৈদ, ডিরেক্টর বিবেন্দু দাস, চিফ আরবিটার প্রণব কুমার নাথ, আই বি ওবাদিয়া, মাড়োয়ারি যুব মঞ্চ অমিত বরদিয়া, আয়োজক কমিটির সম্পাদিকা পাপিয়া ধর, সায়েদ জাহান।
অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী কৌশিক রায় বলেন, চেস খেলা মানুষের মানসিক ও বৌদ্ধিক বিকাশে সহায়তা করে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে খেল মহারণে চেস খেলা অন্তর্ভুক্ত করেছেন। ইতিমধ্যে অসমের সবকটি গ্রাম পঞ্চায়েতে চেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিছু দিনের মধ্যে জেলা স্তরে চেস প্রতিযোগিতা শুরু হবে। এদিন আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান মূলচান্দ বৈদ জানান, প্রতিযোগিতায় ২৫০ প্রতিযোগি অংশ গ্রহণ করেছেন। অসম, মণিপুর, ত্রিপুরা, নাগালেন্ড, পশ্চিমবঙ্গ, কেরল সহ বিভিন্ন রাজ্য সহ তুর্কি থেকে প্রতিযোগি এসেছেন। প্রতিযোগিতায় প্রাইজমানি ৭ লক্ষ টাকার অধিক। এদিন উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাপিয়া ধর।