শ্রীভূমি তেলিখালেপারে বিজেপির বিশাল নির্বাচনী জনসভা প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়ার
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : “জনতার আশীর্বাদেই আমরা গ্রামের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছি। পঞ্চায়েত স্তরের প্রতিটি কাজ আমরা জনগণের স্বার্থেই করেছি এবং আগামীতেও তা করব।” রবিবার শ্রীভূমি জেলার তেলিখালেরপার খেলার মাঠে বিজেপির নির্বাচনী জনসভায় কথাগুলো বলেন বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া।

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তেলিখালেরপার খেলার মাঠে অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী জনসভা। এ দিন সন্ধ্যারাতে এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অসম প্রদেশ বিজেপির সভাপতি এবং দরং-উদালগুড়ি সাংসদ দিলীপ শইকিয়া তিনি তাঁর বক্তব্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, পঞ্চায়েত স্তরে বিজেপির ভূমিকা এবং ভবিষ্যতের রূপরেখা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন বরাক উপত্যকার দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়, সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক বিজয় মালাকার, রাজ্যসভার সদস্য মিশনরঞ্জন দাস, জেলা বিজেপির নেতা সঞ্জীব বণিক, প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, রাজ্য বিজেপির বরিষ্ট নেতা বিশ্বরূপ ভট্টাচার্য, শ্রীভূমি পুরপ্রতি রবীন্দ্র দে, বিজেপি নেতা ডাঃ মানস দাস, কৃষ্ণ দাস, অমরেশ রায়, শ্রীভূমি জেলা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সাহা সহ জেলা ও মণ্ডল পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদের সদস্য।