হীরক জয়ন্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জনতা কলেজে

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : কাবুগঞ্জ জনতা কলেজের বহুকাঙ্খিত হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে রবিবার সন্ধ্যায় কলেজের অস্থায়ী মঞ্চে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মহাবিদ্যালয় নানা ভাষাগোষ্ঠীর মিলনক্ষেত্র। এই ভাবনাকে সামনে রেখেই কলেজের ছাত্রছাত্রীরা পরিবেশন করে বিভিন্ন ধরনের নাচ। 

এদিনের অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য পরিবেশন করে সোমালি নাথ ও সুহানি রায়। বিষ্ণুপ্রিয়া মণিপুরি নাচে ছিল শ্রদ্ধা দেবী, প্রণতি সিনহা, প্রশান্তি সিনহা, রশ্মি সিনহা, রত্না সিনহা, রবিনা সিনহা, মিন্টু সিনহা। মৈতৈ নৃত্যে বিশাখা সিংহ এবং আরতি সিংহ। বিভিন্ন জনপ্রিয় নেপালী গানের তালে নৃত্য পরিবেশন করে দিয়া ছেত্রী এবং শেষের জমজমাট আকর্ষণ ছিল ধুনুচি নাচ। শিল্পীরা ছিলেন সুমিতা রায়, প্রীতি পাণ্ডে, খুশি নাথ, সুমা নাথ। এছাড়াও একক ভাবে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে শিশু শিল্পী রীতিকা নাথ এবং বিরাজ নাথ। শেষে আমন্ত্রিত শিল্পীরা মিতৈ পুং চোলম মৃদঙ্গ নৃত্য পরিবেশন করে।

হীরক জয়ন্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জনতা কলেজে

এরপর মঞ্চে আসেন কলেজের প্রাক্তনীরা। তারা একে একে ভিন্ন স্বাদের গান পরিবেশন করেন। শিল্পীরা ছিলেন মলয়া নাথ ভৌমিক, সব্যসাচী নাথ, দেবজ্যোতি বিশ্বাস (সায়ন), মধুমিতা শর্মা, সাবির আহমেদ মজুমদার,‌ সোনাক্ষী পাল এবং পদ্মাক্ষ নাথ ।

হীরক জয়ন্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জনতা কলেজে

পরবর্তীতে‌ শুরু হয় আমন্ত্রিত অতিথি শিল্পীদের মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। বরাক উপত্যকার প্রখ্যাত শিল্পী মঙ্গলা নাথ ও মাম্পী চৌধুরী একের পর এক লোকগীতি, হিন্দী, অসমীয়া গান গেয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করে রাখেন। শেষে অধ্যাপক নীরেন্দ্র সিংহ এবং মুন্নি দেব মজুমদারের গানের মধ্য দিয়ে জনতা কলেজের হীরক জয়ন্তী উৎসবের সমাপ্তি ঘোষণা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপিকা পিনাকী দাস এবং অতিথি অধ্যাপক দ্বৈপায়ন দত্ত বিশ্বাস।

Author

Spread the News