শিলচর মেডিক্যাল কলেজের ডায়ালিসিস সেন্টারে দুষ্কৃতীর তাণ্ডব, ব্যাপক ক্ষতি

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের  ডায়ালিসিস সেন্টারে রবিবার গভীর রাতে দুষ্কৃতীদের ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতে কয়েকজন দুষ্কৃতী জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে হাসপাতালের বেড, কম্পিউটারসহ প্রায় সবকিছু চুরমার করে দেয়।

সোমবার সকালে চিকিৎসার জন্য আসা রোগীরা অসহায় অবস্থায় পড়েন, কারণ সেন্টারের যন্ত্রপাতি ও অবকাঠামোর বড় অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ জন রোগী এই সেন্টারে চিকিৎসা নেন। মোট ১৫টি ডায়ালিসিস মেশিনের মধ্যে ৯টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা কার্যত অচল হয়ে পড়েছে। এতে গরিব ও অসহায় রোগীরা মারাত্মকভাবে বিপাকে পড়বেন।

শিলচর মেডিক্যাল কলেজের ডায়ালিসিস সেন্টারে দুষ্কৃতীর তাণ্ডব, ব্যাপক ক্ষতি

হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই শিলচর ঘুংগুর আউট পোস্টে একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ধারনা করা হচ্ছে, কিছু দুষ্কৃতী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই নৃশংস কাজটি করেছে। তবে প্রশ্ন উঠছে— এত সংবেদনশীল একটি চিকিৎসা কেন্দ্রে দুষ্কৃতীরা কীভাবে অনায়াসে প্রবেশ করল? সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।

কেন্দ্রের পরিষেবা কবে থেকে পুনরায় চালু হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনই সঠিক কিছু জানাতে পারেননি।

Spread the News
error: Content is protected !!