১২ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ধলাইয়ের যুবক গ্রেফতার
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : ১২ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ধলাইয়ের এক ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কাছাড় পুলিশ মাদক পাচারের বিরুদ্ধে এক বিশেষ অভিযান নেমে এই সাফল্য পায়। আতালবস্তি এলাকার বাইপাসে একটি মারুতি ব্রেজ্জা গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির গোপনভাবে তৈরি বিশেষ চেম্বার থেকে চল্লিশ হাজার সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে ব্যবহৃত AS 01DA/0052 নম্বরের গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

ধলাইয়ের রাজগোবিন্দপুরের
দিলোয়ার হোসেন লস্কর (৪০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা মাদকের কালোবাজারি মূল্য প্রায় ১২ কোটি টাকা। স্বাধীন সাক্ষীর উপস্থিতিতে এই সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। ড্রাগ ডিটেকশন কিটের পরীক্ষায় মেথামফেটামিনের জন্য পজিটিভ ফলাফল পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, মাদক মণিপুরের চুড়াচাঁদপুর থেকে আনা হয়েছিল। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।