ধলাইয়ে একই দিনে উদ্ধার দুই বিশালাকার অজগর

বরাক তরঙ্গ, ২০ জুলাই : ধলাইয়ে দু’টি ভিন্ন প্রান্ত থেকে একই দিনে দু’টি বিশালাকার অজগর সাপ উদ্ধার হয়েছে। নিরাপদে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে অজগর দু’টি। এই ঘটনা একদিকে যেমন স্বস্তি এনেছে, তেমনই অন্যদিকে পরিবেশের ভারসাম্যহীনতা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
শনিবার প্রথম অজগরটি উদ্ধার হয় ধলাই বিধানসভার দর্মিতে। স্থানীয় এক ব্যক্তি দর্মি খালে মাছ ধরার জন্য জাল পেতে রেখেছিলেন। জাল তুলতে গিয়ে তিনি স্তম্ভিত হয়ে যান, জালে আটকে পড়েছে এক বিশালাকার অজগর সাপ। খবর দ্রুত ছড়িয়ে পড়লে দর্মি চানমারী এলাকায়, মুহূর্তেই জমে যায় উৎসুক মানুষের ভিড়। স্থানীয়রা একত্রিত হয়ে অত্যন্ত সতর্কতার সাথে সাপটিকে জল থেকে তুলে আনেন। সৌভাগ্যবশত, সাপটি কারো কোনো ক্ষতি করেনি। পরে মণিয়ারখাল বন বিভাগের কর্মীদের খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান এবং সেটিকে তার প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন।

দ্বিতীয়টি অসম-মিজোরাম সীমান্তবর্তী ধনিপুর এলাকা থেকেও আরও একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করা হয়। গণবসতিপূর্ণ এলাকায় বিচরণ করতে দেখে  স্থানীয় মানুষ সাপটিকে উদ্ধার করে হাওয়াইথাং রেঞ্জ কার্যালয়ে বন বিভাগের হাতে তুলে দেন। একই দিনে দুইটি বিশালাকার অজগর উদ্ধারের ঘটনা স্থানীয় জনমনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাদের মতে, বন্যপ্রাণীদের এভাবে লোকালয়ে চলে আসার পেছনে রয়েছে একাধিক গুরুতর কারণ, যার মূলে রয়েছে মানুষের অবিবেচক কার্যকলাপ।

ধলাইয়ে একই দিনে উদ্ধার দুই বিশালাকার অজগর
Spread the News
error: Content is protected !!