জিরিবামে চারদফা দাবিতে ধরনা বাঙালি সংগঠন গুলোর, রাজ্যপালকে স্মারকপত্র প্রদান
বরাক তরঙ্গ, ২ জুলাই : মণিপুর রাজ্য সহ জিরিবাম জেলায় শান্তি, সম্প্রীতি, ঐক্য বজায় রাখার দাবি জানাল জিরিবামের বাঙালি সমাজ। যেকোন অবস্থায় শান্তি কায়েম করার দাবিতে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ কামনা করে এবং সরকারকে বাধ্য করতে পথে বসলেন জিরিবামের বাঙালি সমাজ। জিরিবাম জেলার অল জিরিবাম মুসলিম সোসিও ইকনোমিক অ্যান্ড কালচারেল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অল জিরিবাম মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি, অল জিরিবাম হিন্দু জাগরণ মঞ্চ ও নমশূদ্র পরিষদ জিরিবাম এই চারটি সংগঠনের যৌথ আহ্বানে মঙ্গলবার জিরিবামের লালপানি বাজারে তিন ঘণ্টা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে শান্তি প্রতিষ্ঠা করতে কেন্দ্র সরকারের প্রয়োজনীয় হস্তক্ষেপ দাবি করা হয়। হাতে হাতে প্লেকার্ড, ব্যানার, ফেষ্টুন নিয়ে শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়ে শতাধিক বাঙালি জনগণ ধরনায় বসেন।
তিন ঘণ্টার ধরনা শেষে আন্দোলনকারীরা জিরিবামের জেলাশাসকের কার্যালয়ে যান।সেখানে গিয়ে জেলাশাসকের মাধ্যমে রাজ্যপালের উদ্যেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। স্মারকপত্রে কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে। এরমধ্যে রয়েছে মণিপুর রাজ্যের অশান্ত এলাকায় পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা, গোষ্ঠী সংঘর্ষে গৃহহীন নাগরিকদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ইত্যাদি।