সোনাইয়ে ফাইনালে ধনিপুর

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : মার্লার গোলে সোনাই ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফইনালের দ্বিতীয় দল হিসেবে স্থান করে নিল ধনিপুর এফসি। রবিবার সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় ও এনজিও প্যারাডাইস এবং মুন্না লস্করের সৌজন্যে ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-০ গোলে হারায় বাজার একাদশ সোনাইকে। প্রথমার্ধ্ব গোলশূন্য শেষ হয়, উভয় পক্ষই একাধিক সুযোগ তৈরি করলেও তা রূপান্তরিত করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের ৪৪ মিনিটে ধনিপুর এফসির মার্লা জয়সূচক গোলটি করে দলকে ফাইনালে নিয়ে যান। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তাঁকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হয়। রবিজুল হক স্মৃতি পুরস্কার তাঁর হাতে তুলে দেন খোঁজ শিলচর এর সম্পাদক সজল লস্কর এবং প্রাক্তন খেলোয়াড় আশোক আলি।

এ দিন ম্যাচ পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, ইজাজ আহমেদ, টিটু লস্কর, এবং হোসেন আহমেদ। ফাইনাল ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে। ফাইনালে ধনিপুর এফসির মুখোমুখি হবে র দু’টি দল হল মারিয়া এফসির।

Spread the News
error: Content is protected !!