সোনাইয়ে জয়ী ধনিপুর এফসি
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১৮ জুলাই : সোনাইয়ে ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে জয়ী ধনিপুর এফসি। শুক্রবার তারা ৪-০ গোলে হারিয়েছে মঙ্গলপুর ইয়ং স্টার ক্লাবকে। সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত খেলায় জোড়া গোল করেন ডেবিড আরকে। তিনি ৩১ ও ৪৪ মিনিটে গোল করেন। খেলার শুরুতেই অর্থাৎ ৩ মিনিটে গোল করেন জন মার। ২-০ গোলে দ্বিতীয়ার্ধ্বের খেলা শুরু হলে ৪২ মিনিটে আরও একটি গোল করে সংখ্যা বাড়িয়ে দেন রবিনসন। এভাবে এক এক করে চারটি গোল হজম করতে হয় মঙ্গলপুরের। গোলের খাতা না খোলেই বিদায় নেয় তারা। খেলার সেরা পুরস্কার পান ডেবিড। তাঁর হাতে পুরস্কার তুলে দেন কেএম বাপন ও জাতীয় রেফারি আব্দুল মজিদ চৌধুরী।
এ দিন খেলা পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, ইজাজ আহমেদ, সাহিদ আহমদ চৌধুরী ও রুবেল মজুমদার।