বাজারিছড়ার লালমাটিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি লক্ষাধিক
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : বাজারিছড়া এলাকার কালাছড়া লালমাটি গ্রামে শনিবার সকালে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে লালমাটি গ্রামের বাসিন্দা মলয়া সিংহের বাড়িতে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে সাড়ে নয়টার দিকে হঠাৎ মলয়া সিংহের ঘর থেকে ধোঁয়া এবং আগুন বের হতে দেখা যায়। ঘরের অভিভাবক মলয়া দেবী তখন স্থানীয় একটি বাড়িতে কাজে ছিলেন এবং ঘরে কেউ উপস্থিত ছিল না। খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। জ্বলে যায় চালের টিন, কাঠ এবং ঘরে থাকা মূল্যবান সামগ্রী। এতে আনুমানিক কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ উপস্থিত হয়ে তদন্ত করে। তবে এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
প্রতিবেশীদের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় আশপাশের ঘরবাড়ি রক্ষা পেয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় সময়মতো আগুন নেভানো না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।এদিকে অগ্নিকান্ডেরঘ টনার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি সাহায্য পাইয়ে দিতে সার্কেল প্রশাসন ও শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন স্থানীয়রা।