হাত-পা বেধে ফ্লাইওভারের ওপর থেকে ফেলে দেওয়া হল, আটক ৬
বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : গুয়াহাটি মহানগরে ফের অমানবিক ঘটনা ঘটেছে। চুরির অভিযোগে এক যুবককে বেধে চাঁনমারী ফ্লাইওভারের ওপর থেকে ফেলে দিয়েছে নির্মাণ প্রতিষ্ঠানের এক কর্মচারী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুবকটি হল ভাস্কর নগরের রাকিবুল আলি। রড চুরির অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
এই অপরাধের জন্য তাকে অনুপম নির্মাণ প্রাইভেট লিমিটেড নামে একটি নির্মাণ সংস্থার এক কর্মচারী তার হাত-পা বেধে চাঁনমারী ফ্লাইওভার থেকে ফেলে দেয়। গুরুতর আহত এবং তার বাম পা সম্পূর্ণ অবশ হয়ে গেছে বলে জানা যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জিএমসিএইচে পাঠিয়েছে। পাশাপাশি অনুপম নির্মাণ প্রাইভেট লিমিটেড নামে নির্মাণ কোম্পানির ম্যানেজার এবং পাঁচজন কর্মচারী আটক করা হয়েছে।