রাশিয়ার কাছ থেকে মাতৃভূমি উদ্ধারে মরিয়া ইউক্রেন, ছুড়ল রকেট

৭ জুলাই : রাশিয়ার সেনাদের থেকে মাতৃভূমি পুনরুদ্ধারে বদ্ধপরিকর ইউক্রেন। দেশের ভেতরেই এবার রাশিয়ার উপর পাল্টা আঘাত ইউক্রেনের সেনার। রুশ সেনাবাহিনীর দখলে থাকা মাকিভকা শহরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা হিমরাস রকেট ছুড়ল ইউক্রেন। তেল এবং অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, সেগুলি লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করেছে বলে জানা গেছে।

রকেটের সংঘর্ষের কারণে প্রথম বিস্ফোরণটি বিশেষ জোরদার হয়নি। তবে তারপর থেকেই ক্রমশ বিস্ফোরণের তীব্রতা বাড়তে থাকে। বিশেষ করে অস্ত্র এবং তেলের ভাণ্ডারে বিস্ফোরণ ঘটায় তা বিশাল আকার ধারণ করে। বহুদূর থেকে মাকিভকার আকাশে গনগনে আগুনের কুণ্ডলী পাক খেতে দেখা গেছে।

Author

Spread the News