গাজায় বর্বর আক্ৰমণ ও গণহত্যা অবিলম্বে বন্ধের দাবিতে গুয়াহাটিতে বিক্ষোভ

বরাক তরঙ্গ, ১৮ জুন : আগ্ৰাসী ইজরায়েলের পেলেস্তাইনের গাজা অঞ্চলে চালানো ধারাবাহিক বর্বর আক্ৰমণ ও গণহত্যা অবিলম্বে বন্ধের দাবিতে গুয়াহাটির উলুবাড়িতে বিক্ষোভ প্রদর্শন করল এআইডিএসও, এআইএমএসএস এবং এআইডিওয়াইও এর অসম রাজ্য কমিটি। মঙ্গলবার তিন সংগঠনের কর্মকর্তারা পেলেস্তাইনের গাজা অঞ্চলে ইজরায়েলের বৰ্বর আক্ৰমণ ও গণহত্যা অবিলম্বে বন্ধ কর, পেলেস্তাইনের নিষ্পাপ শিশু ও জনতার রক্তে হোলি খেলা বন্ধ কর, সাম্ৰাজ্যবাদ নিপাত যাক, পেলেস্তাইনের উপর ইজরায়েলের বৰ্বর আক্ৰমণের বিরুদ্ধে সমগ্ৰ বিশ্বের শান্তিকামী মানুষ গর্জে উঠুন ইত্যাদি শ্লোগান দিতে দিতে রাজপথে সাম্ৰাজ্যবাদের দালাল ইজরায়েলের প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুতুল দাহ করে।

বিক্ষোভ চলাকালে এআইডিএসও’র রাজ্য সভাপতি প্রজ্জ্বল দেব বলেন গত বছরের অক্টোবর মাস থেকে ৯ মাস ধরে আগ্ৰাসী ইজরায়েল পেলেষ্টাইনের উপর ধারাবাহিকভাবে নিৰ্বিচারে আক্ৰমণ চালিয়ে নিষ্পাপ শিশু ও সাধারণ মানুষকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে। সমগ্ৰ বিশ্বের শান্তিকামী জনসাধারণ ইজরায়েলের এই  আক্রমণের তীব্ৰ নিন্দা ও ধিক্কার জানানোর পাশাপাশি অবিলম্বে আক্ৰমণ বন্ধের দাবি জানাচ্ছেন। কিন্তু মাৰ্কিন সাম্ৰাজ্যবাদের মদতপুষ্ট ইজরায়েল তাতে কৰ্ণপাত করছে না।
তাই যুদ্ধবাজ ইজরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী ধিক্কার ধ্বনিত হচ্ছে। এর সাথে সঙ্গতি রেখে সংগঠনগুলোর কেন্দ্ৰীয় কমিটির আহ্বানে আজ এই কাৰ্যসূচী গ্রহণ করা হয়।

বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন অল ইন্তিয়া ডিএসও’র রাজ্য সভাপতি প্ৰজ্জ্বোল দেব, উপসভাপতি পল্লব পেগু, এআইএমএসএস’র অসম রাজ্য কমিটির কোষাধ্যক্ষ বিনালী বড়ো ও রাজ্য কমিটির সদস্য প্ৰণীতা বৰ্মন।

Author

Spread the News