বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে হিন্দু সমন্বয় মঞ্চের বিক্ষোভ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে তীব্র প্রতিবাদ জানালো হিন্দু সমন্বয় মঞ্চ। শুক্রবার শিলচর হিন্দু সমন্বয় মঞ্চ এর আহ্বানে শহরের বিভিন্ন স্থান থেকে পাঁচটি প্রতিবাদী মিছিল বের হয়ে একত্রিতভাবে শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বাংলাদেশের মৌলবাদীদের তাণ্ডবের তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মকর্তারা।

বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে প্রতিবাদকারীরা বলেন, বাংলাদেশে যেভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এবং বরাকেও দিন দিন যেভাবে লাভ জেহাদ, ল্যান্ড জেহাদের ঘটনা সহ বিভিন্ন মঠ মন্দিরে আক্রমণ করা হচ্ছে, তা দেখে বসে থাকা যায় না। এ নিয়ে হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বায়করা আহবান করছেন, এগুলির প্রতিবাদে শুধুমাত্র হিন্দু সমাজ নয়, অন্যান্য সমাজেরও প্রতিনিধিরা এ বিষয়ে যেন মুখ খুলেন, অন্যায়ের প্রতিবাদ করেন এই আহ্বান রাখেন তাঁরা। বাংলাদেশের সরকারকে তীব্র ভাষায় ধিক্কার জানান এবং বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে মৌলবাদী সংগঠনের দ্বারা হিন্দু মা-বোনেদের উপর অত্যাচার চালাচ্ছে তা কোনমতে মেনে নেওয়া যাবে না বলে জানান এবং হিন্দুদের উপর নির্যাতন বন্দ করা সহ বিভিন্ন দাবিতে জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়।

বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে হিন্দু সমন্বয় মঞ্চের বিক্ষোভ

এদিনের প্রতিবাদী কার্যসূচিতে বক্তব্য রাখেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, শিলচর ভোলাগিরি আশ্রমের কর্মাধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ, কবি -সাংবাদিক অতীন দাশ, স্বপন শুক্লবৈদ্য, মণিভূষন চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে  অঞ্জন চৌধুরী, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল সহ বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মকর্তারা।

বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে হিন্দু সমন্বয় মঞ্চের বিক্ষোভ
বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে হিন্দু সমন্বয় মঞ্চের বিক্ষোভ

Author

Spread the News