বিধানসভা নির্বাচনের আগে অসমে “মণিপুরি কাউন্সিল” গঠনের দাবি

বরাক তরঙ্গ, ২৩ মে : অসমে ‘স্ট্যাটিউটরি স্যাটেলাইট মণিপুরি কাউন্সিল’ শীঘ্রই গঠনের জন্য ফের দাবি উত্থাপন করলো আমিয়া।শুক্রবার শিলচর প্রেস ক্লাবে অল অসম মণিপুরি ইয়ুথস অ্যাসোসিয়েশন আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের কাছে দীর্ঘদিনের এই দাবি আগামী বিধানসভা নির্বাচনের আগে বাস্তবায়িত করতে অনুরোধ জানানো হয়েছে।

বিভ্রান্তি না ছড়াতে তিনটি সংগঠনকে কড়া সতর্কবার্তা অল অসম মণিপুরি ইয়ুথস অ্যাসোসিয়েশনের

আমিয়া মুখ্য উপদেষ্টা কুন্দল ক্ষেত্রিমায়ুম বলেন, এমএনসি, এমওয়াইএফএ, ওয়াইএমসিএ নামধারী তিনটি সংগঠন মণিপুরি সমাজকে নানা ভাবে বিভ্রান্ত করছে।১৯৬৯ খ্রিস্টাব্দ থেকে অসমে মণিপুরি কাউন্সিল গঠনের দাবি জানিয়ে আসছে আমিয়া। এখন এই ইস্যুতে ওই তিনটি সংগঠন ন্যস্তস্বার্থ চরিতার্থ করতে চাইছে। তিনি এই তিনটি সংগঠনকে হুঁশিয়ারি দিয়ে সমাজের সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বিধানসভা নির্বাচনের আগে অসমে "মণিপুরি কাউন্সিল" গঠনের দাবি

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক হেমচন্দ্র সিংহ, যুগ্ম সম্পাদক হেমন্ত সিংহ, প্রচার সম্পাদক বিজিত শর্মা, কার্যনির্বাহী সদস্য বিশ্বজিৎ সিংহ, নবীন সিংহ প্রমুখ।

Spread the News
error: Content is protected !!