১৫ ফেব্রুয়ারি শিলচরে গণ কনভেনশন, হাইলাকান্দিতে জোর প্রচার ডিমান্ড কমিটির
এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : বহু কসরতের পরও চালু হলো না ভৈরবী-গুয়াহাটি যাত্রী ট্রেন।হাইলাকান্দিবাসীর গণদাবি পূরণে দেওয়াল লিখন এবং গণ কনভেনশনের ডাক দিয়েছে ব্রডগেজ রূপায়ন দাবি কমিটি। কেবল এ দাবিই নয় চন্দ্রনাথপুর-লঙ্কা (প্রস্তাবিত) দ্বিতীয় রেলপথের কাজ অতিদ্রুত সম্পন্ন করা, শিলচর-ভৈরবী, ভৈরবী-শিলচর আরও একজোড়া পেসেঞ্জার ট্রেন চালু করা এবং বর্তমান ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধি করার দাবিও রয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি শিলচর গান্ধীভবনে বেলা ১১টায় বরাক উপত্যকা ভিত্তিক গণ সমাবেশের ডাক দেয় রূপায়ণ সংগ্রাম কমিটি। সমাবেশ সফল করতে জোরদার প্রচার চলছে হাইলাকান্দিজুড়ে ডিমান্ড কমিটির।
গণ কনভেনশনকে সফল করতে মঙ্গলবার হাইলাকান্দি শহরের জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। চলছে দেওয়াল লিখন। প্রচার চলছে সামাজিক মাধ্যমেও। উল্লেখ্য, দীর্ঘ দিন থেকে এই সব দাবিতে সোচ্চার রয়েছে ডিমান্ড কমিটি। রেলের পদস্থ অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করা ছাড়াও হাইলাকান্দি, লালা, কাটলিছড়া স্টেশনেও ধরনা দেওয়া হয়েছে। সাংসদ, বিধায়কদের সঙ্গে যোগাযোগ করে স্মারকপত্র পেশ করেও কোনও সাড়া পায়নি ডিমান্ড কমিটি।