দেশের নানা প্রান্তে করোনা সংক্রমণ বাড়ছে

২৪ মে : দেশের নানা প্রান্তে করোনা সংক্রমণ বাড়ছে। দিল্লিতেও দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পংকজ সিং জানান, বৃহস্পতিবার পর্যন্ত শহরে ২৩ জন কোভিড আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, রাজধানী এলাকা বা এনসিআর (National Capital Area) ভুক্ত নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রামেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুক্রবার বিকেলে দিল্লি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করে সব হাসপাতালকে সতর্ক করেছে। করোনা আক্রান্তের চিকিৎসার জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া ওষুধ ও অক্সিজেন সিলিন্ডারের জোগান পর্যাপ্ত পরিমাণে রাখতে বলা হয়েছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানান, রোগীরা রাজধানীতে, নাকি দেশের অন্য কোনও এলাকায় গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন তা জানার চেষ্টা হচ্ছে। চিকিৎসাধীন কয়েকজন দিল্লির বাসিন্দা নন। মন্ত্রী জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। ট্রেনে, রেল স্টেশনে করোনা বিষয়ে সচেকতনতামূলক প্রচার জোরকদমে শুরু করেছে প্রশাসন।

দিল্লির পাশাপাশি মুম্বই, বেঙ্গালুরুতেও কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। মে মাসে মুম্বইতে এখনও পর্যন্ত ৯৫ জন কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। কর্ণাটকে ৩৫ জন আক্রান্তের মধ্যে ৩২ জনই বেঙ্গালুরুর।

দেশের নানা প্রান্তে করোনা সংক্রমণ বাড়ছে

Author

Spread the News