ডি‌লি‌মি‌টেশ‌ন : ক‌রিমগ‌ঞ্জে মুখ‌্যমন্ত্রীর কুশপুতুল দাহ যুব কং‌গ্রেস ও এনএসইউআই-র

বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : ডি‌লি‌মি‌টেশ‌নের প্রতিবা‌দে মা‌ঠে নামল যুব কংগ্ৰেস ও এনএসইউআই। মঙ্গলবার দু‌’টি সংগঠ‌নের কর্মী ও সমর্থকেরা ক‌রিমগঞ্জ শহ‌রে মুখ‌্যমন্ত্রীর কুশপুতুল পুড়ালো। এ দিন কার্যালয় থেকে মি‌ছিল‌ করে শহরের বুকে নানা স্লোগা‌নে আকাশ বাতাস কাঁপি‌য়ে তুলেন কংগ্রেস কর্মকর্তারা। এরপর মুখ‌্যমন্ত্রীর কুশপুতুল পু‌ড়ি‌য়ে বি‌ক্ষোভ প্রদর্শন ক‌রেন।

বরা‌কের তিন জেলার ভৌগ‌লিক মান‌চিত্র বদল সহ রা‌জ্যের চৌদ্দ‌টি জেলায় নতুন ক‌রে ডি‌লি‌মি‌টেশন প্রক্রিয়া শুরু হওয়া‌তে বেজায় চ‌টে‌ছে বি‌রো‌ধী দল কং‌গ্রেস। তারা সরকা‌রের এ‌হেন সিদ্ধান্ত মান‌তে নারাজ ব‌লে স্পষ্ট ভাষায় জা‌নি‌য়ে দি‌য়ে‌ছেন। সরকার ডি‌লি‌মি‌টেশন প্রক্রিয়া থে‌কে পিছু না হট‌লে কং‌গ্রেস দেশজু‌ড়ে গণতা‌ন্ত্রিক উপা‌য়ে বৃহত্তর গণ আ‌ন্দোল‌নের প‌থে পা বাড়া‌তে প্রস্তুত ব‌লে সাফ জা‌নি‌য়ে দি‌য়ে‌ছেন যুব কং‌গ্রেস সহ এনএসইউআইর কর্মকর্তারা।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News