ডিলিমিটেশন : ২৬ জুন শিলচরে নাগরিক সম্মেলনের আহ্বান

বরাক তরঙ্গ, ২৪ জুন : নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি, আসাম এর কোর কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা সংগঠনের চেয়ারম্যান, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্যের সভাপতিত্বে শিলচরের সিটিভিওএ কার্যালয়ে বরাক উপত্যকার তিন জেলার প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সভায় ডিলিমিটেশন আইন উলঙ্ঘন করে, সম্পূর্ণ বিভেদমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন কমিশন কর্তৃক অসমের বিধানসভা ও লোকসভা আসনের সীমানা পুনৰ্নিদ্ধারণের খসড়া তৈরির বিরুদ্ধে আগামী ২৬ জুন সংগঠনের পক্ষ থেকে আহুত গণ সম্মেলন সফল করতে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত সংগঠনের কো চেয়ারম্যান সাধন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক যথাক্রমে কিশোর কুমার ভট্টাচার্য, অরুণাংশু ভট্টাচার্য ও নেকিব হুসেন চৌধুরীর সহ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক অজয় রায়, আব্দুল হাই লস্কর, সুশীল পাল, সুব্রত চন্দ্র নাথ, নির্মল কুমার দাস, হিল্লোল ভট্টাচার্য, আলতাফ হোসেন লস্কর, আফজাল হোসেন মজুমদার, গোপাল পাল প্রমুখ নির্বাচন কমিশনের ঘোষণা করা অসমের বিধানসভা ও লোকসভা আসনের সীমানা পুনৰ্নিদ্ধারণের খসড়াকে অযৌক্তিক ও বেআইনি বলে আখ্যায়িত করেন।

সংগঠনের চেয়ারম্যান তপোধীর ভট্টাচার্য বলেন যে এই খসড়া প্রকাশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের অন্যান্য গুরুত্বপূৰ্ণ মন্ত্রীরা তথাকথিত খিলঞ্জীয়া-অখিলঞ্জীয়া বিভাজন টেনে যে মন্তব্য করছেন তাতে স্পষ্ট যে গণতান্ত্রিক পদ্ধতি মেনে এই খসড়া তৈরি হয়নি। শাসক দলের মুষ্টিমেয় কিছু নেতার ভোটে জেতার পথ সুগম করতে খসড়া তৈরি হয়েছে, যার বলি হয়েছে রাজ্যের সাধারণ জনগণ। বিধানসভা ও লোকসভা আসনের সীমানা নির্ধারণের ক্ষেত্রে ভৌগোলিক ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করার যে উল্লেখ ডিলিমিটেশন আইনে রয়েছে তা কোনো ভাবেই এক্ষেত্রে মানা হয়নি। ফলে জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনগণের ঐক্য, সংহতি ধ্বংস করার কৌশল হিসেবে তৈরি করা এই খসড়া সম্পূর্ণ প্রত্যাহার করা ও ২০২৬ সালে গোটা দেশের সঙ্গে অসমেও বিধানসভা ও লোকসভার সীমানা পুননির্ধারণের দাবিতে আগামী সোমবার ২৬ জুন বেলা সাড়ে এগারোটায় শিলচরের সার্কিট হাউস রোডের আৰ্শীবাদ বিবাহ ভবনে যে নাগরিক সম্মেলনের আয়োজন করা হয়েছে তাতে সবাইকে সামিল হতে আহ্বান
হিল্লোল ভট্টাচার্য।

Author

Spread the News