ফের বিমানে বোমাতঙ্ক, জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে অবতরণ দিল্লির বিমান
১৯ অক্টোবর : কয়েকদিন ধরেই বিমানগুলিতে বোমাতঙ্ক দেখা দিয়েছে। বহু বিমান উড়িয়ে দেওয়ার উড়ো হুঁশিয়ারি বার্তা এসে পৌঁছোচ্ছে। এভাবেই এবার দিল্লি থেকে লন্ডনগামী এক উড়ান উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা এল। এর জেরে বিমানটিকে ঘুরিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানের তল্লাশি চালানো হয় বলে জানিয়েছে ভিস্তারা। বিমানটি নিরাপত্তা ছাড়পত্র পেলে ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
রিপোর্ট অনুযায়ী, শুক্রবারই উড়ে গিয়েছিল ভিস্তারার উড়ান নম্বর ইউকে১৭। তবে বিমানটি যখন মাঝ আকাশে, তখন সেটিকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। এরপরই সংশ্লিষ্ট সব নিরাপত্তা এজেন্সিকে এই বিষয়ে জানানো হয়। বিমানটির পথ ঘুরিয়ে ফ্রাঙ্কফুর্টে অবতরণ করানো হয়। যাত্রীদের বিমান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে বিমানে তল্লাশি চালিয়ে কোনও বোমা বা বিস্ফোরক জাতীয় সামগ্রী মেলেনি।
গতকালই বেঙ্গালুরু-মুম্বই কিউপি ১৩৬৬ আকাসা এয়ারের উড়ানেও বোমাতঙ্ক দেখা দিয়েছিল। রিপোর্ট অনুযায়ী, গত কয়েকদিনে এই নিয়ে ভারতীয় সংস্থাগুলির প্রায় ৪০টি উড়ানে বোমাতঙ্ক দেখা দিয়েছে। তবে সব ক্ষেত্রে হুমকি বার্তা ভুয়ো বলে দেখা গিয়েছে। এনিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিমানযাত্রীদের। উড়ান সংস্থাগুলিও বিপাকে পড়ছে। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপের কথা ভাবছে ভারত সরকার।
খবর : উত্তরবঙ্গ সংবাদ। ছবি প্রতীকী।