পাটনা এইমস থেকে স্বর্ণপদক নিয়ে ডাঃ সুহেল আহমেদের রেডিওডায়গোনেসিস ডিগ্রি

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : অত্যন্ত সম্মানের সঙ্গে পাটনা এইমস থেকে পিজি রেডিওডায়গোনেসিস-এ অনার্স সহ স্বর্ণপদক নিয়ে ডিগ্রি লাভ করলেন লালার উত্তর জষ্ণাবাদ দ্বিতীয় খণ্ড গ্রামের কৃতী সন্তান ডাঃ সুহেল আহমদ লস্কর। এই ডিসেম্বরে তিনি পাটনা এইমস থেকে সম্মানের সঙ্গে এই ডিগ্রি লাভ করেন। তাঁর এই  সাফল্যে বিভিন্ন মহল থেকে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৯ সালে গৌহাটি মেডিক্যাল কলেজ থেকে একইভাবে স্বর্ণ পদকে এমবিবিএস ডিগ্রি হাসিল করেন।এরপর এখানে ইন্টার্ণশিপ করে তিনি রেডিও ডায়াগোনেসিস-এ পিজি কোর্সে পাটনা এইমস-এ ভর্তি হন। এবং সেখান থেকে সম্মানের সঙ্গে অনার্স সহ স্বর্ণ পদকে এই ডিগ্রি হাসিল করেন। এবং বর্তমানে তিনি  পাটনা এইমসে রেডিওলজিস্ট হিসেবে নিযুক্তি পেয়েছেন।

ডাঃ সুহেল আহমদ লস্করের বাবা হলেন অবসরপ্রাপ্ত ডেপুটি অ্যাকাউন্টেন্ট (এনএইচ ডিভিশন গোলাঘাট) গিয়াস উদ্দিন লস্কর ও মা হলেন গুয়াহাটি মালিগাঁওস্থিত কেন্দ্রিয় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা রহিমা বেগম। আর ডাঃ সুহেলের বোন ডা: আরিফা বেগম লস্কর বর্তমানে শিলং নিগ্রিমসসে প্যাথলজিতে পিজি করছেন।তাঁর এই সাফল্যে গ্রামের বাড়ি উত্তর জষ্ণাবাদ সহ গুয়াহাটিতে থাকা আত্মীয় স্বজনদের মধ্যে খুশির হাওয়া বইছে। ডাঃ সুহেলদের বাসা গুয়াহাটিতেও রয়েছে। গুয়াহাটিতে থাকলেও গ্রামের বাড়ির সঙ্গে যাতায়াত বরাবর রয়েছে।

এদিকে ছোট থেকে সুহেল আহমদ লস্কর একজন মেধাবী পড়ুয়া হিসেবে পরিচিতি লাভ করেন।মালিগাও কেন্দ্রীয় বিদ্যালয় থেকে দশম শ্রেণির চূড়ান্ত পরীক্ষায়  বিশেষ কৃতিত্ব লাভ করেন।এই কৃতিত্বে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী স্মৃতি ইরানি শুভেচ্ছা জানিয়ে বিশেষ সম্মানপত্র প্রেরণ করেছিলেন। একটি গ্রামের ছেলে হয়ে যেভাবে উত্তোরত্তোর সাফল্য অর্জন করে আজ গ্রামের নাম উজ্জ্বল করেছেন, সে জন্য গোটা গ্রামের শিক্ষিত মহল থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। তাঁর এই সাফল্যে মা বাবা সহ আত্মীয় স্বজনরা অত্যন্ত খুশি।

Author

Spread the News