সিনিয়র পুলিশসুপার সহ ৩০ জন বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সংবর্ধনা দীপায়নের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে  কাছাড় জেলার সিনিয়র পুলিশসুপার সহ ৩০ জন বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সংবর্ধনা জানালেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কয়েক মাস থেকে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা‌ মাদকদ্রব্য অবৈধ চোরাচালান বন্ধের কড়া নির্দেশানানুসারে সমগ্ৰ কাছাড় জেলার বিভিন্ন স্থানে কাছাড় জেলার সিনিয়র পুলিশসুপার নুমুল মাহাতোর বিশেষ তৎপরতায় মাদকদ্রব্য অবৈধ পাচারকারীদের পাকাড়াও করেন এবং সঙ্গে থাকা লক্ষ-কোটি টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য করে যাচ্ছেন।এই অবৈধ মাদকদ্রব্যের চোরাচালান বন্ধ করার জন্য সম্পূর্ণ কাছাড়বাসী উপকৃত হচ্ছেন।

কাছাড় জেলা পুলিশের এই প্রশংসনীয় কাজের উৎসাহ বাড়ানোর উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে শিলচর সিনিয়র পুলিশসুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এসএসপি নুমুল মাহাতো সহ ৩০ জন বিভিন্ন থানার পুলিশ আধিকারিকের উত্তরীয় পরিয়ে ও হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানান।

সিনিয়র পুলিশসুপার সহ ৩০ জন বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সংবর্ধনা দীপায়নের
Spread the News
error: Content is protected !!