ফ্লাইওভারের নিয়ে কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে : দীপায়ন চক্রবর্তী

বিশ্বজিৎ আচার্য ও দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ মার্চ : আগামী তিন থেকে চার মাসের মধ্যে ফ্লাই ওভারের নির্মাণ কাজ শুরু হবে। এনিয়ে কোনও দ্বিমত নেই। আর মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাত দিয়ে ফ্লাইওভারের শিলান্যাস করা হবে। অথচ কংগ্রেস ফ্লাইওভার নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এর প্রধান কারণ হল কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই। সোমবার শিলচর কাছাড় জেলা বিজেপির সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করে কথাগুলো বলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, বিজেপি বিধায়ক, সাংসদ ও মন্ত্রী সবাই এব্যাপারে অনেক আশাবাদী। এছাড়া মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে  অনুষ্ঠিত এক সভায় শিলচরের ৯৯ শতাংশ নাগরিক ফ্লাইওভার নিয়ে সহমত পোষণ করেছেন। কিন্তু শিলচর কংগ্রেসের নেতারা ফ্লাইওভারের বিরোধিতা করছেন।  রামনগর থেকে ক্যাপিটাল পয়েন্ট এবং ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ হবে।

এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিধায়ক দীপায়ন জানান, আগামী বছরের মধ্যে শিলচরের রাঙ্গিড়খালের কাজ সম্পন্ন হবে। তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনে এলিভেটর রোড নির্মাণ সহ শিলচর শহরের ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে বলে জানান তিনি। আরও বলেন, কংগ্ৰেস দলে বর্তমানে এক ছন্নছাড়া দলে পরিণত হয়েছে। এই কংগ্ৰেস দল উন্নয়নের নাম করে জনগনকে অন্ধকারে রেখে সরকার উন্নয়নের অর্থ আত্মসাৎ করেছে, পরিকল্পনা বিহীন ভাবে কাজ হয়েছে,যার ফলস্বরূপ শিলচরকে পিছিয়ে রাখা হয়েছিল, কিন্তু ড. হিমন্ত বিশ্বশর্মা‌র নেতৃত্বাধীন সরকার আসার পর বরাক তথা শিলচরকে বিশেষভাবে গুরুত্ব উন্নয়ন কাজ চলছে।

ফ্লাইওভারের নিয়ে কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে : দীপায়ন চক্রবর্তী

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সহ-সভাপতি অভ্রজিৎ চক্রবর্তী, সম্পাদক সৌমিত্র দেব, মণ্ডল সভাপতি হীরক চৌধুরী, পিকলু দাস, মিডিয়া ইনচার্জ দেবাশিস সোম প্রমুখ।

Author

Spread the News