পাথারকান্দি ফুটবলে জয়ী মাগুরা, ছিটকে গেল ত্রিপুরার রাইনো

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : পাথারকান্দি ফুটবলে টাইব্রেকারে বিদায় নিল ত্রিপুরার রাইনো ক্লাব। পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়াল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ত্রিপুরার রাইনো ক্লাবকে ট্রাইবেকারে হারায় মাগুরার রেবন ক্লাব। শুক্রবার বিকেলে মুণ্ডমালা খেলার মাঠে দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ম্যাচের নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। এতে খেলা গড়ায় সরাসরি টাইব্রেকারে। অবশেষে টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী হয়ে শেষ আটে জায়গা করে নেয় মাগুরার রেবন ক্লাব।

এ দিন ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন সোনা সিনহা, আব্দুল আহাদ পাখি, অরিজিৎ সিনহা ও অমিতাভ সিনহা। শনিবার ‌বয়েস ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে কাবাড়িবন্দ।

পাথারকান্দি ফুটবলে জয়ী মাগুরা, ছিটকে গেল ত্রিপুরার রাইনো
পাথারকান্দি ফুটবলে জয়ী মাগুরা, ছিটকে গেল ত্রিপুরার রাইনো

Author

Spread the News