মেহেরপুরের অনাথ ক্যাম্পের হাল ফেরানোর আশ্বাস দীপায়নের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ মার্চ : মেহেরপুরের অনাথ ক্যাম্পের জরাজীর্ণ অবস্থার হাল ফেরানোর আশ্বাস দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সমাজ কল্যাণ বিভাগের অধীনে থাকা অনাথ ক্যাম্প পরিদর্শন করেন এবং ক্যাম্পের পুরোনো ঘর গুলোর বেহাল দশা পরিলক্ষিত করেন। বসবাসকারী মানুষদের দুঃখের কথা শুনেন এবং আশ্বাস প্রদান করেন যদি এই অঞ্চলবাসীর সর্বসম্মতি থাকে তাহলে এখানে সরকারি যেকোনও প্রকল্পের আওতায় এনে অনাথ ক্যাম্পে বসবাসকারীদের জন্য একটি নতুন মাল্টিপারপাস বিল্ডিং বানিয়ে উনাদেরকে পুনর্বাসন দেওয়া যাবে, কিন্তু কিছুসংখ্যক স্বার্থান্বেষী চিন্তাধারার ব্যক্তিরা আদালতে মামলা করে এই অনাথ ক্যাম্পের ঘরগুলোর হাল ফেরাতে বাধা সৃষ্টি করেছে, তবে এই  অঞ্চলের বসবাসকারী প্রকৃত সমাজদরদী মানুষেরা ঐক্যবদ্ধভাবে এই অনাথ ক্যাম্পের হাল ফেরাতে চেষ্টায় এগিয়ে আসেন, তাহলে নিশ্চিয়ই অনাথ ক্যাম্পের হাল ফেরাতে পরিকল্পনা মাফিক উন্নতি করা সম্ভব।

মেহেরপুরের অনাথ ক্যাম্পের হাল ফেরানোর আশ্বাস দীপায়নের

বুধবার বিধায়কের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিইও প্রণব বরা, শিলচর বিডিও প্রবীণ মাহাতো, বিজেপির নিউ শিলচর মণ্ডলের সভাপতির দুলাল দাস, মধ্য শহর এর সভাপতি হীরক চৌধুরী, দেবাশিস সোম প্রমুখ।

মেহেরপুরের অনাথ ক্যাম্পের হাল ফেরানোর আশ্বাস দীপায়নের

Author

Spread the News