মন্দিরদিঘী ভাঙন সংস্কার কাজের সূচনা দীপানের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ মার্চ : শিলচর শহরের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১১৪ নম্বর বুথে রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে এলাকার সর্বস্তরের জনগণ উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশ গ্রহণ করে প্রধানমন্ত্রী মোদির বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প ও নানা পরামর্শ মনোযোগ সহকারে শোনেন। কিছুদিন পূর্বে শিলচর মন্দির দিঘীর এলাকায় থাকা পুকুরের পাশের একটি অংশ ভেঙ্গে পড়ায় এলাকার যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটেছিল। বিষয়টি নজরে আসার পর বিধায়ক দীপায়ন এলাকার সরেজমিনে পরিদর্শন করে গোটা বিষয়টি ক্ষতিয়ে দেখার পর পূর্ত বিভাগকে বলে ভাঙ্গন এলাকায় একটি বাঁশের ফ্যান্সিং বসানোর ব্যবস্থা করে দেয়। রবিবার বিধায়ক প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শেষ করে শিলচর পুরসভার জরুরিকালীন ফান্ড থেকে ভাঙনের ৩১মিটার এলাকার সংস্কার কাজের সূচনা করেন। এবং পরবর্তী সময়ে আরও ১৫মিটার এলাকার সংস্কার কাজ শুরু করার আশ্বাস দেন।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক চক্রবর্তী জানান, শহরে বিভিন্ন পুকুর থাকা যেসব এলাকা রয়েছে সেগুলোর আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে “বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী” কৌশিক রায়ের কাছে ফাণ্ড অনুমোদন করার আবেদন জানিয়েছেন। শীঘ্রই শহরের পুকুর থাকা প্রত্যেকটি এলাকার কাজ শুরু করা হবে বলে এদিন আশ্বাস দিয়েছেন তিনি। কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজের ক্ষতিয়ান তুলে ধরে বিধায়ক কাছাড়ের বেশ কিছু উপাসনা কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে সরকারের দেওয়া চেকও বিভিন্ন কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে এদিন তুলে দিয়েছেন। এদিন ১১৪ নং বুথের সভানেত্রী পম্পী পাল, শান্তনু রায়, এদতঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব দিলীপ কুমার পাল, রাজদীপ দাস, শৈলেন পাল, তাপস রায়, প্রাণকৃষ্ণ পাল ও সঞ্জীব দাস সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
