১৭ ডিসেম্বর খেল মহারণের সমাপ্তি সোনাইয়ে

বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : আগামী ১৭ ডিসেম্বর সোনাই কেন্দ্র ভিত্তিক  খেল মহারণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বৃহস্পতিবার সোনাই এন লজি এইচএস স্কুল খেলার মাঠে সাংবাদিকদের এ তথ্য জানালেন খেল মহারণের চেয়ারম্যান মানব সিং। তিনি জানান, খেল মহারণের নবম দিন চলছে। এই খেল মহারণে বিভিন্ন জিপি থেকে ৩ হাজারের মত খেলোয়াড়রা অংশ গ্রহন করেছিলেন। ইতিমধ্যে বেশিরভাগ ইভেন্টের চুড়ান্ত পর্যায়ে পৌছে গেছে। ১৭ ডিসেম্বর সমাপ্তি অনুষ্ঠানে কাবাডি ও ভলিবলের ফাইনাল ইভেন্ট অনুষ্ঠিত হবে। খেলা পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা  জানিয়ে বলেন, খুব সুন্দর পরিবেশে  খেলধুলো চলছে। তিনি জানান, অনোর্ধ ১৯ ও ১৯ বছরের ছেলে ও মেয়েদের কাবাডি, খো খো, ফুটবলের ফাইনাল ইভেন্ট শেষ হয়ে গেছে। ভলিবল ও কাবাডি ইভেন্টের ফাইনাল ছাড়া বাদবাকি খেলা শেষ হয়ে গেছে। রোজ দিন মাঠে দলীয় নেতা ও সরকারিরা উপস্থিত হয়ে খবরাখবর নিয়েছেন।

এদিন খেল মহারনের মাঠে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রাই, খেল মহারণের চেয়ারম্যান মানব সিং। তারা খো খো খেলার উভয় দলের  খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে  খেলা উপভোগ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে অমিতাভ রাই ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই উদ্দোগের প্রশংসা করে বলেন, খেল মহারণের মাধ্যমে গ্রামীন প্রতিভার বিকাশ ঘটবে। গ্রামীন খেলোয়াড়রা প্রতিভার বিকাশ ঘটিয়ে সোনাই থেকে রাজ্য দলে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।পাশপাশি খেলাধুলোর মাধ্যমে উঠতি যুবক যুবতীরা নিজেদের সুষ্ট জীবন গড়ার সুযোগ পাবেন।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।

Author

Spread the News