করিমগঞ্জে ই-মিডিয়া অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : ই-মিডিয়া অ্যাসোসিয়েশন, করিমগঞ্জ নামে জেলা ভিত্তিক নয়া সংস্থা আত্মপ্রকাশ করল। মঙ্গলবার করিমগঞ্জ অতিরিক্ত আবর্তভবনে সাংবাদিক দীপাঞ্জন দে-র পৌরহিত‍্যে আয়োজিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করার পর সিদ্ধান্ত ক্রমে ই-মিডিয়া অ্যাসোসিয়েশন, করিমগঞ্জ নামে এক কমিটি গঠন করা হয়। এ দিন সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক শীর্ষেন্দু শী-কে সভাপতি এবং হিল্লোল দত্তকে সম্পাদক মনোনীত করে গঠন করা সতেরো সদস‍্যের নয়া কমিটি গঠন করা হয়।

এ ছাড়া সাংবাদিক দীপাঞ্জন দে ও রাহুল পালকে সহ সভাপতি,  এস এম জাহির আব্বাসকে সহসম্পাদক এবং অরবিন্দ দাসকে কোষাধ‍্যক্ষ মনোনীত করা হয়। কার্যকরী সদস‍্য হিসেবে রয়েছেন সাংবাদিক অশোক চক্রবর্তী, সাজিবুল আলম, খয়রুল আলম চৌধুরী, সাগ্নিক চৌধুরী, নবেন্দু মালাকার, শুভঙ্কর মালাকার, ইকবাল হোসেন, উদয় দেবরায়, সুমিত চন্দ, রোহন মালাকার ও জাহিদ আহমেদ।

করিমগঞ্জে ই-মিডিয়া অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

নিরপেক্ষতা বজায় রেখে স্বাধীনভাবে সাংবাদিকতা করা ও জেলার  কর্মরত সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে নতুন বছরে আত্মপ্রকাশ ঘটে ই-মিডিয়া অ্যাসোসিয়েশন নামে গঠন করা হয়েছে বলে জানান পদাধিকারীরা।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News