মিজোরামে ধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭, আরও বাড়ার শঙ্কা
বরাক তরঙ্গ, ২৮ মে : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মিজোরামে ভারী বৃষ্টিপাতে ভূমিধসে মৃত্যু বেড়ে সংখ্যা ২৭ এ দাঁড়ালো। মঙ্গলবার সকাল প্রায় ছয়টা নাগাদ রাজধানী আইজলের পার্শ্ববর্তী মেলথুম এবং হ্লিমেন সীমান্তে তিনটি ঘর সহ একটি পাথর খাদান ধস নামে। পাথরের স্তূপ সরিয়ে চার বছরের ছেলে এবং একটি ছয় বছরের মেয়েকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য তাদের নিকটবৰ্তী হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি ধ্বংসস্তূপে আবদ্ধ শ্রমিকদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে বলে জানা গেছে।

আইজলের জেলাশাসক নাজুক কুমার জানান, এখন পৰ্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধারের খবর নিশ্চিত করা হয়েছে। আরও চারজনকে ধ্বংসস্তূপ সরিয়ে বের করার চেষ্টা করা হচ্ছে। পাথরের স্তূপের নীচে আরও মৃতদেহ থাকতে পারে। ধ্বংসস্তূপ সম্পূর্ণ পরিষ্কার না করা পর্যন্ত অপারেশন চলবে, জানান জেলাশাসক।
তিনি জানান, নিহত সবাই শ্রমিক নন। স্থানীয় সাধারণ নাগরিকও রয়েছেন। তবে অধিকাংশই শ্রমিক। তাঁদের মধ্যে ছয়জন মিজো, তিনজন নন-মিজো এবং অন্যদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।শেষ খবরে জানা যায় মৃতের সংখ্যা ২৭।

দুৰ্ঘটনার পর রাষ্ট্রপতি দ্ৰৌপদী মুর্মু মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডলে শোক ব্যক্ত করে লিখে্ছেন, ‘মিজোরামের আইজলের কাছে একটি পাথর খাদান ধসে প্রাণহানির বিষয়ে জানতে পেরে আমি মৰ্মাহত। শোকাহত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা জানাই৷’ তিনি ধ্বংসস্তূপে আবদ্ধদের সফলভাবে উদ্ধার ও ত্রাণ কার্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।